Meghdol
এসো আমার শহরে | Esho Amar Shohore - Meghdol | Lyrics
আগুনের দিন গুনছে সকাল
বাসস্টপে একা আলোর পথিক
রাত ঝমঝম দিনের অসুখ, পুড়ছে শহর
যে গল্পের নাম ঠিকানা
আমার কাছে আজও অজানা
সেই গল্পে ঠায় দাঁড়িয়ে
গাইছি এ গান
এসো আমার শহরে
না বলা গল্পে, অহেতুক ভীড়ে
জানি কোনদিন ফিরে পাব না
ফিরবার গান আর কোনদিন
মুছে ফেলো সব নাম নিশানা
আলোর পথিক
প্রতিশোধগুলো জমা পড়ে থাক
শূন্যডানায় গভীর বিষাদ
ধুলোয় জলে ভিজে একাকার
অচিন শহর
Posted: Friday, July 14, 2017
বাসস্টপে একা আলোর পথিক
রাত ঝমঝম দিনের অসুখ, পুড়ছে শহর
যে গল্পের নাম ঠিকানা
আমার কাছে আজও অজানা
সেই গল্পে ঠায় দাঁড়িয়ে
গাইছি এ গান
এসো আমার শহরে
না বলা গল্পে, অহেতুক ভীড়ে
জানি কোনদিন ফিরে পাব না
ফিরবার গান আর কোনদিন
মুছে ফেলো সব নাম নিশানা
আলোর পথিক
প্রতিশোধগুলো জমা পড়ে থাক
শূন্যডানায় গভীর বিষাদ
ধুলোয় জলে ভিজে একাকার
অচিন শহর
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)