Meghdol
আকাশ মেঘে ঢাকা | Akash Meghe Dhaka - Meghdol | Lyrics
আকাশ মেঘে ঢাকা
ঢেকে যায় সব রোদ
ছায়া ছায়া অন্ধকারে
উড়ে যায় সব বোধ
আকাশ মেঘে ঢাকা
উড়ে যায় বিষণ্ন পাখি
আমি একা জেগে থাকি
অন্ধকারের গান
উড়ায় না অভিমান
আমরা তবু জেগে থাকি
উড়ে যায় বিষণ্ন পাখি
চোখের জলে আগুন জ্বলে
বৃষ্টি তুমি জান কি?
চোখে চেতনায় অন্য আলো
স্তব্ধ সময় বোঝ কি?
আকাশ মেঘে ঢাকা
ঢেকে যায় সব রোদ
ছায়া ছায়া অন্ধকারে
উড়ে যায় সব বোধ
আকাশ মেঘে ঢাকা
Posted: Friday, July 14, 2017
ঢেকে যায় সব রোদ
ছায়া ছায়া অন্ধকারে
উড়ে যায় সব বোধ
আকাশ মেঘে ঢাকা
উড়ে যায় বিষণ্ন পাখি
আমি একা জেগে থাকি
অন্ধকারের গান
উড়ায় না অভিমান
আমরা তবু জেগে থাকি
উড়ে যায় বিষণ্ন পাখি
চোখের জলে আগুন জ্বলে
বৃষ্টি তুমি জান কি?
চোখে চেতনায় অন্য আলো
স্তব্ধ সময় বোঝ কি?
আকাশ মেঘে ঢাকা
ঢেকে যায় সব রোদ
ছায়া ছায়া অন্ধকারে
উড়ে যায় সব বোধ
আকাশ মেঘে ঢাকা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)