Meghdol

রোদের ফোটা | Roder Fota - Meghdol | Lyrics

শূন্যতায় ভেসে গেছে
শহরের সব পথঘাট
ফিরবে না গতকাল জানি
ফিরবে না আগামীকাল
তবু চাইছি তোমাকেই
তুলে নিতে অঞ্জলিতে
রোদের ফোঁটা

শোন কবি, শোন কবিতা
ভাঙো দীর্ঘ মূর্ছনা
রাখো এইখানে হাতটুকু
তবু চলে যেতে বোলো না
শূন্যতায় ঢেকে গেছে
শহরের বাকী ইতিহাস
ফিরবো না তুমি আর আমি
ফিরবো না হয়তো আবার

শূন্যতার শোকসভা
শূন্যতার যত গান
দিলাম তোমার মুকুটে
আমার যত অভিমান
শূন্যতায় ডুবে গেছে
শহরের সব পথঘাট
ফিরবে না গতকাল জানি
ফিরবে না আগামীকাল

Posted: Friday, July 14, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)