Meghdol

শহরবন্দী | Shohorbondi - Meghdol | Lyrics

শহরবন্দী মেঘ, ঘুরে ঘুরে একা
আমাদের এই সুবর্ন নগরে
আমিও পেতেছি কান, শুনি বৃক্ষের ক্রন্দন
ধূসর রাজপথের প্রান্তরে
চন্দ্রগ্রস্থ ভোর বড় বিদায় বিদায়
তুমি এখনও দেখো সুর্যলোকের ভোর
তুমি গাইতেই পারো গান, এই সুবর্ন নগরে
ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন নগরকালে

কেটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক
কিছু সবুজ পাতার ক্রন্দন তুলে রেখো
ভেজা ভেজা চোখে কান্না লুকাতে পারো
ভুলে যেতে পারো চাইলেই বারবার
তুমি গাইতেই পারো গান, এই সুবর্ন নগরে
ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন নগরকালে

Posted: Friday, July 14, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)