- Bangla Movie Song -

এই শহরের কাকটাও জেনে গেছে | Ai Shohorer Kaktao Jene Geche - CHIRKUTT | Lyrics

Band: Chirkutt
Movie: Voyangkor Sundor


লাভ হলোনা থাকতে চেয়ে একা
তোমার সাথে হয়ে গেলো দেখা..
হাওয়ায় ভেসে যাচ্ছি তোমার মনে.. 
কেমন করে এমন হলো কে জানে?...
এই শহরের কাকটাও জেনে গেছে..
আমার মনটা তোমার মনে পড়ে আছে..
এই শহরের কাকটাও জেনে গেছে ..
আমার মনটা তোমার মনে পড়ে আছে..
আমার ভয় টয় আর লাগছে না..
কি হবে কি ভাবছি না..
অভিমানে ভাসবো না..
তুমি না চাইলে আসবো না..
না চেয়ে কি পারি..
তুমিতো ঘরবাড়ি..
তোমায় নিয়ে আমার বাহাদুরি..
এই শহরের কাকটাও জেনে গেছে..
আমার মনটা তোমার মনে পড়ে আছে..
এই শহরের কাকটাও জেনে গেছে ..
আমার মনটা তোমার মনে পড়ে আছে.. 
জানি বসন্ত এসে গেছে..
জারুলেরা ছেয়ে আছে..
মেঘ রোদ্দুর আসমানে..
তোমার মনের মাঝখানে.. 
বলছি এবার শোন..
এর মানে নেই কোন.. 
তোমার চোখে হার মেনেছি জেনো..
এই শহরের কাকটাও জেনে গেছে..
আমার মনটা তোমার মনে পড়ে আছে...
এই শহরের কাকটাও জেনে গেছে..
আমার মনটা তোমার মনে পড়ে আছে...
এই শহরের কাকটাও... 
এই শহরের কাকটাও... 
এই শহরের কাকটাও... 
এই শহরের... 
 
এই শহরের কাকটাও জেনে গেছে..
আমার মনটা তোমার মনে পড়ে আছে..

Posted: Saturday, August 26, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)