- Bangla Movie Song -
ভয়ঙ্কর সুন্দর | Voyonkor Shundor - Theme Song | Lyrics
Movie: Voyangkor Sundor
আমি জলের পাগল ভেলায় ভাসি
তুমি শুধু থেকো পাশাপাশি
সব হারিয়ে যখন ফিরে আসি
একটু যেন দেখি তোমার হাসি
আমিও দিলাম জেদের ভেতর ডুব
তুমিও তখন ভালোবাসলে খুব
আমায় জিতিয়ে তুমি হারলে অতঃপর
এ মায়া ভীষণ ভয়ঙ্কর এ মায়া ভয়ঙ্কর সুন্দর
ভাবনা ভুলিয়া আমি
যাতনা ভুলিয়া আমি
ছিল যাহা ভুবনে দামি
ওগো তোমারে সপিয়া থামি
ভাবনা ভুলিয়া, ভুলিয়া আমি
যাতনা ভুলিয়া
আমি
যায় যাকনা সবই জ্বলে পুড়ে
যাবে যদি চলো নিয়ে দূরে
ছায়ারই মতো শুধু থেকো ঘিরে
আমিও আকাশ কাছে পাবো ফিরে
নদী যেমন বোঝে নদীর ঢেউ
আমিও বুঝি তোমার মতো নেই কেউ
আমায় জিতিয়ে তুমি হারলে অতঃপর
এ মায়া ভীষণ ভয়ঙ্কর এ মায়া ভয়ঙ্কর সুন্দর
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)