ARTCELL

জানি ভুল করেছি আমি | Jani Vul Korechi Ami - Artcell | Lyrics

#Song: Jani Vhul Korechi Ami
#Album: Unrelesead Track
#Band: Artcell
#Lyrics-

জানি ভুল করেছি আমি
তবু ক্ষমা করো আমায়
আমায় যদি ভালো নাও বাসো
মিথ্যে করে না হয় একটু হাসো
যাবে না তুমি কোন স্বপ্ন দেশে
তবু আমি যাবো তোমার সাথে
কল্পনাতে একা একা
জানবো তুমি আছো পাশে

জানি ভুল করেছি আমি
তবু ক্ষমা করো আমায়
আমায় যদি ভালো নাও বাসো
মিথ্যে করে না হয় একটু হাসো

রাতের আকাশে তোমার ই ছবি
তোমারই স্মৃতি কেনো আমায় কাঁদায়
শুধু ভাবায় তোমাকে চায়
জানবো তুমি আছো পাশে

Posted: Tuesday, September 12, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

1 মন্তব্য(গুলি)