Mixed Mp3 Songs
ও ছেরি ও ছেরি | O Cheri O Cheri - Lyrics | লিরিক্স
এককালে তোর লাইজ্ঞা স্কুল পলাইতাম
তোর লাইজ্ঞা গঞ্জ থাইক্কা চুড়ি আনিতাম
তোর কথা মনে হইলে গান ধরিতাম আমি
তোর কথা মনে হইলে গান ধরিতাম
ও ছেরি, ও ছেরি ও ছেরি
তোরে এককালে ভালোবাসিতাম
এককালে তোর মায়ের বকা খাইতাম
এককালে তোর বাপের দৌড়ানি খাইতাম
এককালে তোর পিছু পিছু যাইতাম
গাছের আড়াল থাইক্কা তোরে দেখতাম
তোর কথা মনে হইলে গান ধরিতাম আমি
তোর কথা মনে হইলে গান ধরিতাম
ও ছেরি, ও ছেরি ও ছেরি
তোরে এককালে ভালোবাসিতাম
এককালে তোর লাইজ্ঞা কবিতা লেখতাম
সেই কবিতা দিয়া গান বানাইতাম
এককালে তোর লাইজ্ঞা জোছনা দেখতাম
সেই জোছনা তোরে আইন্নাও দিতাম
তোর কথা মনে হইলে উদাশ হইতাম আমি
তোর কথা মনে হইলে উদাশ হইতাম
ও ছেরি, ও ছেরি ও ছেরি
তোরে এককালে ভালোবাসিতাম
Posted: Tuesday, September 26, 2017
তোর লাইজ্ঞা গঞ্জ থাইক্কা চুড়ি আনিতাম
তোর কথা মনে হইলে গান ধরিতাম আমি
তোর কথা মনে হইলে গান ধরিতাম
ও ছেরি, ও ছেরি ও ছেরি
তোরে এককালে ভালোবাসিতাম
এককালে তোর মায়ের বকা খাইতাম
এককালে তোর বাপের দৌড়ানি খাইতাম
এককালে তোর পিছু পিছু যাইতাম
গাছের আড়াল থাইক্কা তোরে দেখতাম
তোর কথা মনে হইলে গান ধরিতাম আমি
তোর কথা মনে হইলে গান ধরিতাম
ও ছেরি, ও ছেরি ও ছেরি
তোরে এককালে ভালোবাসিতাম
এককালে তোর লাইজ্ঞা কবিতা লেখতাম
সেই কবিতা দিয়া গান বানাইতাম
এককালে তোর লাইজ্ঞা জোছনা দেখতাম
সেই জোছনা তোরে আইন্নাও দিতাম
তোর কথা মনে হইলে উদাশ হইতাম আমি
তোর কথা মনে হইলে উদাশ হইতাম
ও ছেরি, ও ছেরি ও ছেরি
তোরে এককালে ভালোবাসিতাম
Post By: FarhaN Fahidur Rahim
7 মন্তব্য(গুলি)
lyrics ta shesher dike thik nei ... ata solve koren plz
ReplyDelete- Done & thanks for your comment.
Deleteoasome
ReplyDeletenice lyrics
ReplyDeleteগানটা খুব ভাল লাগে শুনতে
ReplyDeleteGuitar chord gulo janale valo lage
ReplyDeletedarun song ta
ReplyDelete