Mixed Mp3 Songs
আজ এই বৃষ্টির কান্না দেখে | Aj Ei Brishtir Kanna Dekhe - Niaz Mohammad | Lyrics
Lyrics-
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি
কতো দূরে যাবে বলো
কতো দূরে যাবে বলো?
তোমার পথের
সাথী হবো আমি...
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো
কোন দূরে যাবে বলো?
তোমার চলার
সাথী হবো আমি...
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমার
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ
Posted: Saturday, October 21, 2017
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি
কতো দূরে যাবে বলো
কতো দূরে যাবে বলো?
তোমার পথের
সাথী হবো আমি...
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো
কোন দূরে যাবে বলো?
তোমার চলার
সাথী হবো আমি...
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমার
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)