Tahsan

কেন হঠাত্‍ তুমি এলে | Keno Hotat Tumi Ele - Tahsan | Lyrics

বড় অবেলায় পেলাম তোমায়
কেন এখনি যাবে হারিয়ে
কি করে বল রব একেলা
ফিরে দেখো আছি দাঁড়িয়ে...

কেনো হঠাত্‍ তুমি এলে
কেনো নয় তবে পুরোটা জুড়ে
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে…

শুনছো কি তুমি আমাকে
ছিলে আমার হয়ে পুরোটাই
যাবে কোথায় রেখে আমায়
এ পথ চলায় তোমাকেই চাই
শুনছো কি তুমি আমাকে
ছিলে আমার হয়ে পুরোটাই
যাবে কোথায় রেখে আমায়
এ পথ চলায় তোমাকেই চাই

কেন হঠাত্‍ তুমি এলে
কেন নয় তবে পুরোটা জুড়ে
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে…

Posted: Thursday, October 19, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)