Tahsan
কে আঁকে অন্য ছবি | Ke Ake Onno Chobi - Tahsan | Lyrics
মাঝে মাঝে তোমায় ভেবে
এলোমেলো লাগে সবি ...
মাঝে মাঝে তোমার চোখে
কে আঁকে অন্য ছবি
কিছুতে তোমার মনটা আমি
বুঝতে পারিনা
এত চেনা তবু যেনো লাগে অচেনা
মাঝে মাঝে আকাশে চেয়ে
উদাসী হয়ে থাকো
বুঝিনা যে তখন তুমি
কার কথা যে ভাবো
কিছুতে তোমার মনটা আমি
বুঝতে পারিনা
এত চেনা তবু যেনো লাগে অচেনা
মাঝে মাঝে কথার ফাঁকে
হঠাৎ তুমি থেমে যাও
বুঝিনাতো যে কথাটি
আড়াল করে যে যাও
কিছুতে তোমার মনটা আমি
বুঝতে পারিনা
এত চেনা তবু যেনো লাগে অচেনা
মাঝে মাঝে…
মাঝে মাঝে তোমায় ভেবে
এলোমেলো লাগে সবি
Posted: Thursday, October 19, 2017
এলোমেলো লাগে সবি ...
মাঝে মাঝে তোমার চোখে
কে আঁকে অন্য ছবি
কিছুতে তোমার মনটা আমি
বুঝতে পারিনা
এত চেনা তবু যেনো লাগে অচেনা
মাঝে মাঝে আকাশে চেয়ে
উদাসী হয়ে থাকো
বুঝিনা যে তখন তুমি
কার কথা যে ভাবো
কিছুতে তোমার মনটা আমি
বুঝতে পারিনা
এত চেনা তবু যেনো লাগে অচেনা
মাঝে মাঝে কথার ফাঁকে
হঠাৎ তুমি থেমে যাও
বুঝিনাতো যে কথাটি
আড়াল করে যে যাও
কিছুতে তোমার মনটা আমি
বুঝতে পারিনা
এত চেনা তবু যেনো লাগে অচেনা
মাঝে মাঝে…
মাঝে মাঝে তোমায় ভেবে
এলোমেলো লাগে সবি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)