Srikanto Acharya
যেন কিছু মনে করো না | Jeno Kichu Mone Koro Na - Srikanto Acharya | Lyrics
#Song: Jeno Kichu
#Artist: Srikanto Acharya
#Album: Moner Janala
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে
কত কি যে সয়ে যেতে হয়
ভালোবাসা হলে
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে
কেউ যদি দেখে ফেলে
আসো তুমি এই পথে
তার কোন কথা শুনে
থেমো না গো কোনমতে
চোখ দুটি ভরো না
অভিমানে আখি জলে
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে
ফাগুনকে আজও মনে পড়ে
মেঘ এলে ফাগুনে
সোনা সে তো খাটি সোন হয়
পুড়ে গেলে আগুনে
তাই বলি দেখা পেলে
ভেঙ্গে তুমি পড় না গো
স্বরলিপি নাই থাক
গান ভুল করো না গো
সব কথা গঞ্জনা
মানো শুধু খেলাছলে
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে
কত কি যে সয়ে যেতে হয়
ভালোবাসা হলে
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে
Posted: Tuesday, December 5, 2017
#Artist: Srikanto Acharya
#Album: Moner Janala
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে
কত কি যে সয়ে যেতে হয়
ভালোবাসা হলে
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে
কেউ যদি দেখে ফেলে
আসো তুমি এই পথে
তার কোন কথা শুনে
থেমো না গো কোনমতে
চোখ দুটি ভরো না
অভিমানে আখি জলে
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে
ফাগুনকে আজও মনে পড়ে
মেঘ এলে ফাগুনে
সোনা সে তো খাটি সোন হয়
পুড়ে গেলে আগুনে
তাই বলি দেখা পেলে
ভেঙ্গে তুমি পড় না গো
স্বরলিপি নাই থাক
গান ভুল করো না গো
সব কথা গঞ্জনা
মানো শুধু খেলাছলে
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে
কত কি যে সয়ে যেতে হয়
ভালোবাসা হলে
যেন কিছু মনে করো না
কেউ যদি কিছু বলে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)