Mixed Mp3 Songs
জাদুকর | Jadukor - Pritom Hasan | Lyrics
তুই ভুল করে একবার ভালোবেসে যা
মন নিয়ে আমি তো করিনা খেলা
এই বোকার শহরে আমি একা জাদুকর
এসেছি প্রেম ছড়াতে
মনে এক রাশি প্রেম হাতে হারমোনিয়াম
ভেবো না বাঁশি হাতে হ্যামিলনে ছিলাম
এই বোকার শহরে আমি একা জাদুকর
এসেছি প্রেম ছড়াতে
যদি আজকেই তুই না দিস দেখা
এই মনের পাড়াতে
তবে তুই ছাড়া পুরো শহর আমার হবে
বুঝতেও পারবিনারে
বশ করবো তুড়িতে
সবকটা পথ খোলা রবে
তবু পারবি না যেতে তুই
পারবিনা যেতে তুই
আঙুল নেড়ে সুর তুলে
জড়িয়ে ফেলি মায়াতে
সবকটা পথ খুলে দেবো
তবু পারবেনা যেতে কেউ
পারবেনা যেতে কেউ
Posted: Sunday, December 3, 2017
মন নিয়ে আমি তো করিনা খেলা
এই বোকার শহরে আমি একা জাদুকর
এসেছি প্রেম ছড়াতে
মনে এক রাশি প্রেম হাতে হারমোনিয়াম
ভেবো না বাঁশি হাতে হ্যামিলনে ছিলাম
এই বোকার শহরে আমি একা জাদুকর
এসেছি প্রেম ছড়াতে
যদি আজকেই তুই না দিস দেখা
এই মনের পাড়াতে
তবে তুই ছাড়া পুরো শহর আমার হবে
বুঝতেও পারবিনারে
বশ করবো তুড়িতে
সবকটা পথ খোলা রবে
তবু পারবি না যেতে তুই
পারবিনা যেতে তুই
আঙুল নেড়ে সুর তুলে
জড়িয়ে ফেলি মায়াতে
সবকটা পথ খুলে দেবো
তবু পারবেনা যেতে কেউ
পারবেনা যেতে কেউ
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)