Kolkata Movie Song
অমানুষ | Omanush - Movie: Omanush | Lyrics
জ্বলছে মন
জ্বলছে প্রেম
জলসে যায় স্বপ্ন যে
বুক ভাঙ্গার পাঁজরে
এই জীবন প্রেম খুঁজে
ও খাঁচা ভাঙ্গে কামনার ফানুস
রক্তে মাংসে আমি মানুষ
ও প্রেমটাকে জিতে নিতে
আমি, আমি, আমি যে অমানুষ
বুক ভাঙ্গার পাঁজরে
এই জীবন প্রেম খুঁজে
ও কেনো মন জ্বলে জ্বলে আগুনে
অভিযাপ দিলো প্রেমে না যেনে
কেনো যে হটাত লাগে
এই শরীর কাঁপে কাঁপে
এই বুকে এই শিরায়
মিশে প্রেম রক্ত যে
বুক ভাঙ্গার পাঁজরে
এই জীবন প্রেম খুঁজে
Posted: Saturday, December 23, 2017
জ্বলছে প্রেম
জলসে যায় স্বপ্ন যে
বুক ভাঙ্গার পাঁজরে
এই জীবন প্রেম খুঁজে
রক্তে মাংসে আমি মানুষ
ও প্রেমটাকে জিতে নিতে
আমি, আমি, আমি যে অমানুষ
বুক ভাঙ্গার পাঁজরে
এই জীবন প্রেম খুঁজে
ও কেনো মন জ্বলে জ্বলে আগুনে
অভিযাপ দিলো প্রেমে না যেনে
কেনো যে হটাত লাগে
এই শরীর কাঁপে কাঁপে
এই বুকে এই শিরায়
মিশে প্রেম রক্ত যে
বুক ভাঙ্গার পাঁজরে
এই জীবন প্রেম খুঁজে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)