Kishore Kumar
যদি হই চোরকাঁটা ঐ শাড়ীর ভাজে | Jodi Hoi Chorkata Oi Sharir Vaje - Kishore Kumar | Lyrics
#Song: Jodi Hoi Chorkata
#Artist: Kishore Kumar & Asha Bhosle
#Composer: Shayamal Mitra
#Lyrics -
যদি হই চোরকাঁটা ঐ শাড়ীর ভাঁজে
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে
যদি হই কাঁকন তোমার ঐ হাতে
রিনি ঝিনি বাজবো আমি দিনে রাতে
চেয়েও আমায় চাও না যে
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে
যদি হই কাঁকন তোমার ঐ হাতে
রিনি ঝিনি বাজবো আমি দিনে রাতে
চেয়েও আমায় চাও না যে
যদি হই চোরকাঁটা ঐ শাড়ীর ভাঁজে
আহ তুমি যে কি করো
জ্বালাতন করছ আমায় তুমি বড়
চাও কি তুমি ভুল হয়ে যাক সব কাজে
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে
যদি হই কাঁকন তোমার ঐ হাতে
রিনি ঝিনি বাজবো আমি দিনে রাতে
চেয়েও আমায় চাও না যে
চেয়েও আমায় চাও না যে
যদি হই চোরকাঁটা ঐ শাড়ীর ভাঁজে
তোমার ঐ দু’চোখে যে
আমার মরণ দেখেছি
না না না ও চোখেতে চোখ মিলিয়ে
স্বপ্ন আমি এঁকেছি
যদি হই কাজল তোমার ঐ চোখে
আমারই চোখের বাহার দেখবে লোকে
ভয় কি বলো হায় গো আমার লোক লাজে
তোমার ঐ দু’চোখে যে
আমার মরণ দেখেছি
না না না ও চোখেতে চোখ মিলিয়ে
স্বপ্ন আমি এঁকেছি
যদি হই কাজল তোমার ঐ চোখে
আমারই চোখের বাহার দেখবে লোকে
ভয় কি বলো হায় গো আমার লোক লাজে
যদি হই চোরকাঁটা ঐ শাড়ীর ভাঁজে
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে
যদি হই কাঁকন তোমার ঐ হাতে
রিনি ঝিনি বাজবো আমি দিনে রাতে
চেয়েও আমায় চাও না যে
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে
যদি হই কাঁকন তোমার ঐ হাতে
রিনি ঝিনি বাজবো আমি দিনে রাতে
চেয়েও আমায় চাও না যে
যদি হই চোরকাঁটা ঐ শাড়ীর ভাঁজে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)