FUAD
জংলী | Junglee - Fuad | Lyrics
হাসে নাচে খালে বিলে
পাখি নাচে ঢালে
বন্য প্রেমিক নাচতে গেলে
যন্ত্র লাগে তালে
হাসে নাচে খালে বিলে
ভ্রমর নাচে ফুলে
বন্য প্রেমিক নাইচ্চা
গেলে মাথায় পানি ঢালে
শচিন্দ্র কয় নিশিতে
যাইয়ো ফুলবনে
আন্ধার রাতে কোন জংগলে
মানুষ কি ডিম পাড়ে
ভদ্র মানুষ বন্য দেহ
বন্য মনের বাসনা
ভদ্র সাজে বন্য মানুষ
বন্য মুখের ভদ্রতা
ছাদের উপর সিঁড়ী ঘরে
ধানখেতে আর পাঠশালায়
বাংলা বলো ইংলিশ বলো
কারে পাবে কোন শালায়
বন্য মানুষ বন্য দেহ
বন্য মনের বাসনা
বন্য দাদা বন্য নানা
পাশের বাড়ির আন্টিটা
বন্য নাচে গুলসানে
মতঝিলের চক্করে
পুরান ঢাকার বাড়িওয়ালা
মাইঙ্কার চিপায় ফাল পারে
বন্য গুরু বন্য বিশ্ব
বন্য আমাদের বিশ্ব
বন্য আমি বন্য তুমি
তোমার রোমিও
Posted: Saturday, December 23, 2017
পাখি নাচে ঢালে
বন্য প্রেমিক নাচতে গেলে
যন্ত্র লাগে তালে
হাসে নাচে খালে বিলে
ভ্রমর নাচে ফুলে
বন্য প্রেমিক নাইচ্চা
গেলে মাথায় পানি ঢালে
শচিন্দ্র কয় নিশিতে
যাইয়ো ফুলবনে
আন্ধার রাতে কোন জংগলে
মানুষ কি ডিম পাড়ে
ভদ্র মানুষ বন্য দেহ
বন্য মনের বাসনা
ভদ্র সাজে বন্য মানুষ
বন্য মুখের ভদ্রতা
ছাদের উপর সিঁড়ী ঘরে
ধানখেতে আর পাঠশালায়
বাংলা বলো ইংলিশ বলো
কারে পাবে কোন শালায়
বন্য মানুষ বন্য দেহ
বন্য মনের বাসনা
বন্য দাদা বন্য নানা
পাশের বাড়ির আন্টিটা
বন্য নাচে গুলসানে
মতঝিলের চক্করে
পুরান ঢাকার বাড়িওয়ালা
মাইঙ্কার চিপায় ফাল পারে
বন্য গুরু বন্য বিশ্ব
বন্য আমাদের বিশ্ব
বন্য আমি বন্য তুমি
তোমার রোমিও
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)