NACHIKETA
অবিশ্বাসের ঋন | Abishwaser Rin - Nachiketa | Lyrics
#Song: Abishhasher Rin
#Artist: Nachiketa
#Album: Best Of Nachiketa
অবিশ্বাসের ঋণ বেড়ে চলে দিন দিন
দেখ চেয়ে রাস্তায় মিছিলের পায়ে পায়
যতই শ্লোগান দিন, সবই তো ভাবনা হিন
ভাবনার দরজায়, দাদা আছে পাহারায়
এই দাদাদের হাত ছেড়ে যাবে তুমি কত দূরে ?
দ্বি-বছরই আছে ইলেকশান
দাদারা তো গিরগিটি, পালটাবে রাতারাতি
পালটাবে না শুধু এই গান
Posted: Thursday, December 21, 2017
#Artist: Nachiketa
#Album: Best Of Nachiketa
অবিশ্বাসের ঋণ বেড়ে চলে দিন দিন
দেখ চেয়ে রাস্তায় মিছিলের পায়ে পায়
যতই শ্লোগান দিন, সবই তো ভাবনা হিন
ভাবনার দরজায়, দাদা আছে পাহারায়
এই দাদাদের হাত ছেড়ে যাবে তুমি কত দূরে ?
দ্বি-বছরই আছে ইলেকশান
দাদারা তো গিরগিটি, পালটাবে রাতারাতি
পালটাবে না শুধু এই গান
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)