Best Bangla Collection
স্লিপিং পিলের রাত | Sleeping Piller Raat - Bonnie Chakraborty | Lyrics
চলে যাচ্ছে গতকাল
ভাবে আনমনা রুমাল
যদি ঠাণ্ডা রঙমশাল জ্বলে যায়
চলে যাচ্ছে গতকাল
ভাবে আনমনা রুমাল
যদি ঠাণ্ডা রঙমশাল জ্বলে যায়
নীল স্লিপিং পিলের রাত
শুতে চাইছে না হঠাৎ
যদি মুঠোয় ধরা হাত চলে যায়
চলে যাচ্ছে গতকাল
ভাবে আনমনা রুমাল
যদি ঠাণ্ডা রঙমশাল জ্বলে যায়
তুমি গুছিয়ে কোন কথা বলতে পারোনা
তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারোনা
শুধু সময় নিজের গল্প বলে যায়
এই পাহাড়িয়া বাতাস
তাদের টানে কোনদিকে
রোজ সন্ধে হলে পাখি গুলো যায়
তুমি বৃষ্টি দেখে ফিরছো
কোন ঝাপসা তারিখে
এই কুয়াশাতে কে কাকে বোঝায়
নীল স্লিপিং পিলে রাত
শুতে চাইছে না হঠাৎ
যদি মুঠোয় ধরা হাত চলে যায়
এই পাহাড়িয়া বাতাস
তাদের টানে কোনদিকে
রোজ সন্ধে হলে পাখি গুলো যায়
তুমি গুছিয়ে কোন কথা বলতে পারোনা
তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারোনা
শুধু সময় নিজের গল্প বলে যায়
এই একা থাকার মরসুম
এই শেষ না হওয়া রাত
কত কথা মনে পরছে কতবার
সব ছেড়ে যাবার রাস্তা
ঘিরে হাল্কা তুষারপাত
শুধু ঘরে ফেরা হলোনা তোমার
নীল স্লিপিং পিলে রাত
শুতে চাইছে না হঠাৎ
যদি মুঠোয় ধরা হাত চলে যায়
তুমি গুছিয়ে কোন কথা বলতে পারোনা
তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারোনা
শুধু সময় নিজের গল্প বলে যায়
Posted: Thursday, December 21, 2017
ভাবে আনমনা রুমাল
যদি ঠাণ্ডা রঙমশাল জ্বলে যায়
চলে যাচ্ছে গতকাল
ভাবে আনমনা রুমাল
যদি ঠাণ্ডা রঙমশাল জ্বলে যায়
নীল স্লিপিং পিলের রাত
শুতে চাইছে না হঠাৎ
যদি মুঠোয় ধরা হাত চলে যায়
চলে যাচ্ছে গতকাল
ভাবে আনমনা রুমাল
যদি ঠাণ্ডা রঙমশাল জ্বলে যায়
তুমি গুছিয়ে কোন কথা বলতে পারোনা
তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারোনা
শুধু সময় নিজের গল্প বলে যায়
এই পাহাড়িয়া বাতাস
তাদের টানে কোনদিকে
রোজ সন্ধে হলে পাখি গুলো যায়
তুমি বৃষ্টি দেখে ফিরছো
কোন ঝাপসা তারিখে
এই কুয়াশাতে কে কাকে বোঝায়
নীল স্লিপিং পিলে রাত
শুতে চাইছে না হঠাৎ
যদি মুঠোয় ধরা হাত চলে যায়
এই পাহাড়িয়া বাতাস
তাদের টানে কোনদিকে
রোজ সন্ধে হলে পাখি গুলো যায়
তুমি গুছিয়ে কোন কথা বলতে পারোনা
তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারোনা
শুধু সময় নিজের গল্প বলে যায়
এই একা থাকার মরসুম
এই শেষ না হওয়া রাত
কত কথা মনে পরছে কতবার
সব ছেড়ে যাবার রাস্তা
ঘিরে হাল্কা তুষারপাত
শুধু ঘরে ফেরা হলোনা তোমার
নীল স্লিপিং পিলে রাত
শুতে চাইছে না হঠাৎ
যদি মুঠোয় ধরা হাত চলে যায়
তুমি গুছিয়ে কোন কথা বলতে পারোনা
তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারোনা
শুধু সময় নিজের গল্প বলে যায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)