HABIB

গান গাই আমার মনরে বুঝাই | Gaan Gai Amar Monre Bujhai - Shah Abdul Karim | Lyrics

#Song: Gaan Gaai Amar 
#Artist: Kaya 
#Lyric & Tune: Shah Abdul Karim 
#Composition: Habib 
#Album: Krishno 
#Lyrics - 

গান গাই আমার মনরে বুঝাই 
মন থাকে পাগল পারা 
আর কিছু চায় না মনে গান ছাড়া 

গানে বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি 
পাব বলে আশা রাখি না পাইলে যাব মারা 
আর কিছু চায় না মনে গান ছাড়া 

গান গাই আমার মনরে বুঝাই 
মন থাকে পাগল পারা 
আর কিছু চায় না মনে গান ছাড়া 
 
গান আমার জপমালা গানে খুলে প্রেমের তালা
প্রাণ বন্ধু চিকন কালা অন্তরে দেয় ইশারা
আর কিছু চায় না মনে গান ছাড়া

গান গাই আমার মনরে বুঝাই 
মন থাকে পাগল পারা 
আর কিছু চায় না মনে গান ছাড়া 
 
ভাবে করিম দ্বীনহীন আসবে কি আর শুভদিন
জল ছাড়া কি বাঁচিবে মীন ডুবলে কি ভাসে মরা
আর কিছু চায় না মনে গান ছাড়া 

Posted: Tuesday, January 30, 2018
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)