Mixed - Band
তিরস্কার | Tiroshkar - Conclusion Band | Lyrics
#Song: Tiroshkar
#Album: Mohakashchari
#Band: Conclusion
#Lyrics-
সব টাকা ছিঁড়ে উড়িয়ে দাও
সব আগুন ধুয়ে মুছে দাও
অধিকারগুলো কেড়ে নিয়ে নাও
নাও, নাও, নাও, নাও
সব তার ছিঁড়ে ফেলে দাও
সব কিছু ভুলে চলে যাও
যাও, যাও, যাও, যাও
বিরক্তিকর চাপে মাথা ভেঙে যায়
ভেঙ্গেচুরে চুরমার হয়ে যায়
ভেবে দেখি সবকিছু স্পষ্ট
ভেবে থাকি আরামেই
নাক উঁচাদের মাঝারে
সব ভাব পকেটে রেখে দাও
বড় বড় কথা বলে যাও
কাজের বেলায় ঘরে বসে রও
রও, রও, রও, রও
সব তার ছিঁড়ে ফেলে দাও
সব টাকা ছিঁড়ে উড়িয়ে দাও
সব ভাব পকেটে রেখে দাও
তোমার কথা তোমার কাছে থাক
মধ্যাঙ্গুল দেখে বসে থাক
Posted: Sunday, January 28, 2018
#Album: Mohakashchari
#Band: Conclusion
#Lyrics-
সব টাকা ছিঁড়ে উড়িয়ে দাও
সব আগুন ধুয়ে মুছে দাও
অধিকারগুলো কেড়ে নিয়ে নাও
নাও, নাও, নাও, নাও
সব তার ছিঁড়ে ফেলে দাও
সব কিছু ভুলে চলে যাও
যাও, যাও, যাও, যাও
বিরক্তিকর চাপে মাথা ভেঙে যায়
ভেঙ্গেচুরে চুরমার হয়ে যায়
ভেবে দেখি সবকিছু স্পষ্ট
ভেবে থাকি আরামেই
নাক উঁচাদের মাঝারে
সব ভাব পকেটে রেখে দাও
বড় বড় কথা বলে যাও
কাজের বেলায় ঘরে বসে রও
রও, রও, রও, রও
সব তার ছিঁড়ে ফেলে দাও
সব টাকা ছিঁড়ে উড়িয়ে দাও
সব ভাব পকেটে রেখে দাও
তোমার কথা তোমার কাছে থাক
মধ্যাঙ্গুল দেখে বসে থাক
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)