Mixed - Band
ঘূর্ণিরোগ | Vertigo - Conclusion Band | Lyrics
#Song: Vertigo
#Album: Mohakashchari
#Band: Conclusion
#Lyrics-
আমাকে সে কাছে ডাকে
আমার মাঝে ক্লান্তি টানে
আর আমাকে আজ পাপী করে
আমার মাঝে লুকোতে আসে
তখন মুক্তি পাই
ঘুম আসে না আমার শরীর
ক্লান্তিতে কাতর ঘুম আসে না
তোমার নিষ্পাপ চোখ হার মানে
নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে
ভয়ের চাপে নিথর তুমি
আমি তোমায় ক্ষতবিক্ষত করি
ঘুম আসে না
আমার চেতনা ভ্রান্তিতে বিভোর
ক্লান্তিতে কাতর ঘুম আসে না
Posted: Sunday, January 28, 2018
#Album: Mohakashchari
#Band: Conclusion
#Lyrics-
আমাকে সে কাছে ডাকে
আমার মাঝে ক্লান্তি টানে
আর আমাকে আজ পাপী করে
আমার মাঝে লুকোতে আসে
তখন মুক্তি পাই
ঘুম আসে না আমার শরীর
ক্লান্তিতে কাতর ঘুম আসে না
তোমার নিষ্পাপ চোখ হার মানে
নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে
ভয়ের চাপে নিথর তুমি
আমি তোমায় ক্ষতবিক্ষত করি
ঘুম আসে না
আমার চেতনা ভ্রান্তিতে বিভোর
ক্লান্তিতে কাতর ঘুম আসে না
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)