Manna Dey
আমি তার ঠিকানা রাখিনি | Ami Tar Thikana Rakhi Ni - Manna Dey | Lyrics
আমি তার ঠিকানা রাখিনি
ছবিও আঁকিনি
কোথা সে জানিনা
মন তবু তারই কথা বলে
তার ই সাথে পথ চলে
আমি...
দূর দিনান্তের ওপারে
প্রথম রাতের আঁধারে
দূর দিনান্তের ওপারে
প্রথম রাতের আঁধারে
আজও সেই চোখের তারায়
প্রথম তারা জ্বলে
মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি...
তার ছায়াতো রাখিনি ধরে
ধরার মতো ছিলো কী আর
ধূ ধূ মনের প্রান্তরে
তার ছায়াতো রাখিনি ধরে
তাই অরণ্যে পর্বতে
অন্য মনের জগতে
তাই অরণ্যে পর্বতে
অন্য মনের জগতে
আমি সেই পলাতকায়
বেঁধেছি প্রতি পলে
মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি তার ঠিকানা রাখিনি
ছবিও আঁকিনি
কোথা সে জানিনা
মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি...
Posted: Thursday, January 25, 2018
ছবিও আঁকিনি
কোথা সে জানিনা
মন তবু তারই কথা বলে
তার ই সাথে পথ চলে
আমি...
দূর দিনান্তের ওপারে
প্রথম রাতের আঁধারে
দূর দিনান্তের ওপারে
প্রথম রাতের আঁধারে
আজও সেই চোখের তারায়
প্রথম তারা জ্বলে
মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি...
তার ছায়াতো রাখিনি ধরে
ধরার মতো ছিলো কী আর
ধূ ধূ মনের প্রান্তরে
তার ছায়াতো রাখিনি ধরে
তাই অরণ্যে পর্বতে
অন্য মনের জগতে
তাই অরণ্যে পর্বতে
অন্য মনের জগতে
আমি সেই পলাতকায়
বেঁধেছি প্রতি পলে
মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি তার ঠিকানা রাখিনি
ছবিও আঁকিনি
কোথা সে জানিনা
মন তবু তারই কথা বলে
তারই সাথে পথ চলে
আমি...
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)