Mixed - Band
রাতের নির্জনতা | Raater Nirjonota - Nothing But A Sky | Lyrics
রাতের ই যত নির্জনতায়
খুঁজি তোমায় আমি
খুঁজে দেখো ওই লক্ষ তারার
মাঝে যেখানে তুমি
এভাবে এঁকে বাঁচা যায়
তোমারি স্মৃতি আমাকে কাঁদায়
আজকের গভীর রাতে বলতে চাই তোমায়
শুধু ভালোবাসি তোমায় আমি ভালোবাসি
তোমায় আমি জানিনা পাবো কি তোমায়
যদি হারিয়ে যাও আজ আমায়
তবু খুঁজে নেবো তোমায়
ওই লক্ষ তারার মেলায়
তুমি আজ অন্য পথ চেয়ে
দিয়ে আমার পরশে
কাছে নেই তুমি দূরে অনেক দূরে
আমার মনের পরবাশে
তোমার স্পর্শে আমার উঁকি বায়
ভেবে নিও মরছে প্রিয় তুমি আমার বাধন
শুধু তোমাকে চাই জীবনে
আমি হেরে গেছি মনে
আমি শুধু যে তোমার
শুধু তোমারি জন্যে
আমি পারি দিবো শুন্য
তোমার অথই নীলিমা
Posted: Thursday, January 25, 2018
খুঁজি তোমায় আমি
খুঁজে দেখো ওই লক্ষ তারার
মাঝে যেখানে তুমি
এভাবে এঁকে বাঁচা যায়
তোমারি স্মৃতি আমাকে কাঁদায়
আজকের গভীর রাতে বলতে চাই তোমায়
শুধু ভালোবাসি তোমায় আমি ভালোবাসি
তোমায় আমি জানিনা পাবো কি তোমায়
যদি হারিয়ে যাও আজ আমায়
তবু খুঁজে নেবো তোমায়
ওই লক্ষ তারার মেলায়
তুমি আজ অন্য পথ চেয়ে
দিয়ে আমার পরশে
কাছে নেই তুমি দূরে অনেক দূরে
আমার মনের পরবাশে
তোমার স্পর্শে আমার উঁকি বায়
ভেবে নিও মরছে প্রিয় তুমি আমার বাধন
শুধু তোমাকে চাই জীবনে
আমি হেরে গেছি মনে
আমি শুধু যে তোমার
শুধু তোমারি জন্যে
আমি পারি দিবো শুন্য
তোমার অথই নীলিমা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)