Bappa Mazumder
চলে গেছো কবে | Chole Gecho Kobe - Bappa | Lyrics
#Song: Chole Gecho Kobe
#Artist: Bappa Mazumder
#Album: Raatprohori
#Lyrics -
চলে গেছো কবে
মন ভেঙ্গে দিয়ে
চোখ ভিজে যায় জলে
তবু কিছু কথা কিছু ব্যাকুলতা
পড়ে থাকে মনের ভুলে
আমি তবু চাই তোমায় সাজানো আশায়
যতো দূরে যাও উদাসী মন
খুঁজে নেবে ভালোবাসায়
মনে করো তুমি
আবারো কোন পথে
হাত দুটি ধরে যদি বলি চলো
যাবে কি আমার সাথে
আমি তবু চাই তোমায় সাজানো আশায়
যতো দূরে যাও উদাসী মন
খুঁজে নেবে ভালোবাসায়
মনে করো তুমি
সাত রাঙ্গা নায়ে কখনো যদি আসি
তুমি ফিরে এসো রাঙ্গা দুটি পায়ে
ডাকে যদি মনের বাঁশি
আমি শুধু চাই তোমায় সাজানো আশায়
যতো দূরে যাও উদাসী মন
খুঁজে নেবে ভালোবাসায়
Posted: Thursday, March 29, 2018
মন ভেঙ্গে দিয়ে
চোখ ভিজে যায় জলে
তবু কিছু কথা কিছু ব্যাকুলতা
পড়ে থাকে মনের ভুলে
আমি তবু চাই তোমায় সাজানো আশায়
যতো দূরে যাও উদাসী মন
খুঁজে নেবে ভালোবাসায়
মনে করো তুমি
আবারো কোন পথে
হাত দুটি ধরে যদি বলি চলো
যাবে কি আমার সাথে
আমি তবু চাই তোমায় সাজানো আশায়
যতো দূরে যাও উদাসী মন
খুঁজে নেবে ভালোবাসায়
মনে করো তুমি
সাত রাঙ্গা নায়ে কখনো যদি আসি
তুমি ফিরে এসো রাঙ্গা দুটি পায়ে
ডাকে যদি মনের বাঁশি
আমি শুধু চাই তোমায় সাজানো আশায়
যতো দূরে যাও উদাসী মন
খুঁজে নেবে ভালোবাসায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)