Bappa Mazumder
ছোট ছোট অভিমান | Choto Choto Obhiman - Bappa | Lyrics
ছোট ছোট অভিমান
একটা দুটো ভুল
দূরে বহুদূরে চলে গেছো
ভাসিয়ে দুটো কূল
ফেরা হলো না ফেরা হলো না
আমারো পিছু ডাকা হলো না
চলে যাওয়ার পথের ধুলোয়
তোমার সব স্মৃতিগুলো উড়ে বেদনায়
জমে থাকা সুখগুলো
কেনো যে বিষাদী হল এ মনের আঙ্গিনায়
ফেরা হলো না ফেরা হলো না
আমারো পিছু ডাকা হলো না
ভুল যদি কখনো ভাঙ্গে
তুমি আর এ জীবনের এসোনা ফিরে
থাকবো না হয় আমি সুখে
ইচ্ছেগুলো বুকে চেপে হৃদয় গভীরে
ফেরা হলো না ফেরা হলো না
আমারো পিছু ডাকা হলো না
Posted: Thursday, March 29, 2018
একটা দুটো ভুল
দূরে বহুদূরে চলে গেছো
ভাসিয়ে দুটো কূল
ফেরা হলো না ফেরা হলো না
আমারো পিছু ডাকা হলো না
চলে যাওয়ার পথের ধুলোয়
তোমার সব স্মৃতিগুলো উড়ে বেদনায়
জমে থাকা সুখগুলো
কেনো যে বিষাদী হল এ মনের আঙ্গিনায়
ফেরা হলো না ফেরা হলো না
আমারো পিছু ডাকা হলো না
ভুল যদি কখনো ভাঙ্গে
তুমি আর এ জীবনের এসোনা ফিরে
থাকবো না হয় আমি সুখে
ইচ্ছেগুলো বুকে চেপে হৃদয় গভীরে
ফেরা হলো না ফেরা হলো না
আমারো পিছু ডাকা হলো না
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)