FUAD
কথা ছিল দেখা হবে | Kotha Chilo Dekha Hobe - Fuad ft. Kona | Lyrics
কথা ছিল দেখা হবে দেখা হলোনা
হৃদয়ের কথা তাঁর বোঝা গেলনা
কথা ছিল দেখা হবে দেখা হলোনা
আলো ঝরা এই লগনে ফাগুনের এই ক্ষনে
সব আশা ভেঙে দিয়ে সে তো এলোনা
কথা ছিল দেখা হবে
ফুল দিয়ে গাথা মালা ভুলেরই ঝড়ে
অবেলায় এই পথে গেল যে ঝরে
অকারণ অপরাধে মন কাঁদে প্রান কাঁদে
সে বারতা হায় সে তো আজও পেলো না
কথা ছিল দেখা হবে দেখা হলোনা
হৃদয়ের কথা তাঁর বোঝা গেলনা
কথা ছিল দেখা হবে দেখা হলোনা
Posted: Saturday, March 31, 2018
হৃদয়ের কথা তাঁর বোঝা গেলনা
কথা ছিল দেখা হবে দেখা হলোনা
আলো ঝরা এই লগনে ফাগুনের এই ক্ষনে
সব আশা ভেঙে দিয়ে সে তো এলোনা
কথা ছিল দেখা হবে
ফুল দিয়ে গাথা মালা ভুলেরই ঝড়ে
অবেলায় এই পথে গেল যে ঝরে
অকারণ অপরাধে মন কাঁদে প্রান কাঁদে
সে বারতা হায় সে তো আজও পেলো না
কথা ছিল দেখা হবে দেখা হলোনা
হৃদয়ের কথা তাঁর বোঝা গেলনা
কথা ছিল দেখা হবে দেখা হলোনা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)