Best Bangla Collection

আমার বোবা ঠোঁটে | Amar Boba Thote | Lyrics

মিনি বাসে আমি যাকে ছেড়েছি সিট
দেখেও সে আমায় দেখছে না
মেঘে জমছে আকাশ
ঝড়ে ঠেলছে বাদল
বৃষ্টি কিছুতেই হচ্ছে না
মুখচোরা ঘরের কোনে
তার ফোনেরই রিংটোনে
সব মনের কথা খোঁজে আস্তানা

যদি না সে ডাকে পাগল এ মনটাকে
তবে রাস্তারা মিশবে কোথায়
আমার বোবা ঠোঁটে শান্ত এ যানজটে
সময় বেঁধে ফেলবে তোমায়

যার আসা যাওয়ার পথে পাহারা দি
তাকে ছুঁয়ে দেখা যে কঠিন
আগে তাড়াহুড়ো ছিলো বাড়ি ফেরার
বদলে গেছে সে সব রুটিন
যদি সে একটি বারও
কাছে আসতো একটু আরও
তার মনের ছাদে বসাতাম রেলিং

যদি না সে ডাকে পাগল এ মনটাকে
তবে রাস্তারা মিশবে কোথায়
আমার বোবা ঠোঁটে শান্ত এ যানজটে
সময় বেঁধে ফেলবে তোমায়

বলছি শোনো জরুরি কথা
এটা ব্যর্থ সবই তোমায় ছাড়া
রাখবো তোমার কাছে বায়না যত আছে
আবদারে বা ইশারায়
রাজি আছি হেরে গিয়ে জেতাতে তোমায়

যদি না সে হাঁটে মনের এ তল্লাটে
তবে কার পাশে আমাকে মানায়
আমার বোবা ঠোঁটে শান্ত এ যানজটে
সময় বেঁধে ফেলবে তোমায়

Posted: Monday, January 28, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)