Mixed Mp3 Songs

অসাধারণ | Oshadharon - Zaki Aman | Lyrics

দখিনা খোলা বাতাসের সবটুকু স্বাধীনতা
সীমানা-হীন সাগরের সবটুকু বিশালতা
অবেলায় ঝরা বৃষ্টির সবটুকু আয়োজন
মিলিয়ে অদ্ভুত যেন তুমি কেউ একজন
কীভাবে এলে এ জীবনে
তা তো কখনই জেনে উঠা হলোনা
শুধু জানি হারালেই আর পাবো না

ঝরো বাতাসের মতো ছুঁয়ে যাও
কানে কানে কত কথা বলে যাও..
এক হাসিতে স্বর্গ দেখাও
সব কষ্ট তুমি ভুলিয়ে দাও..
মুখে না বলে চোখে বলে দাও
আমার সব কথা বুঝে নাও..
মুগ্ধ এ মন ভাবে সারাক্ষণ
তুমি কতটা অসাধারণ..
অসাধারণ...

তুমিহীনা এ জীবন
যেন পাতাহীন গাছের মতো..
রোদ ঝর বৃষ্টির মাঝে
তুমি ছাড়া বলো কি হতো..
বজ্রপাতের শত আঘাতে
হাত রেখেছি তোমার হাতে..
স্পর্শ তোমার স্মৃতিময়..
অসাধারণ...

চাঁদ যখন আরালে
তুমি আলো দেয়া একটাই তাঁরা..
ডুবে যেতো আঁধারে জগৎ
আমার তোমাকে ছাড়া..
সে তারা আবার খসে পরলেই
চোখ বুজে চেয়ে নেবো তোমাকে..
যেন আবারো দেখা দাও...

ঝরো বাতাসের মতো ছুঁয়ে যাও
কানে কানে কত কথা বলে যাও..
এক হাসিতে স্বর্গ দেখাও
সব কষ্ট তুমি ভুলিয়ে দাও..
মুখে না বলে চোখে বলে দাও
আমার সব কথা বুঝে নাও..
মুগ্ধ এ মন ভাবে সারাক্ষণ
তুমি কতটা অসাধারণ..
অসাধারণ...

Posted: Monday, February 4, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)