Bangla Folk Song
যদি থাকে নসিবে | Jodi Thake Nosibe - Chisty Baul | Lyrics
যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে
যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে
জোর করে মন হরন করোনা করে ছলনা
এই যে ভীষণ যন্ত্রনা
আপন মন হয় যদি মনের মতন
মনে মন করে আকর্ষণ
সেই মনে আর ঘুনে ধরে না রে মন ধরে না
ভালো লাগলে ভালোবেসে
কাছে বসে মুচকি হাসে
তাড়ায়া দিলেও সরে না রে মন সরে না
এই যে ভীষন যন্ত্রনা
বেহায়ামনা শামশুল হকে
আশার মশাল জেলে বুকে
অন্ত্রে যন্ত্রে করে সাধনা রে মন মিলে না
মনচোরা হালিম চান
নিদয়া নিঠুর পাষান
আখি জলে মন টলে না রে তার টলে না
এই যে ভীষন যন্ত্রনা
Posted: Saturday, February 9, 2019
আপনি আপনি আসিবে
যদি থাকে নসিবে
আপনি আপনি আসিবে
জোর করে মন হরন করোনা করে ছলনা
এই যে ভীষণ যন্ত্রনা
আপন মন হয় যদি মনের মতন
মনে মন করে আকর্ষণ
সেই মনে আর ঘুনে ধরে না রে মন ধরে না
ভালো লাগলে ভালোবেসে
কাছে বসে মুচকি হাসে
তাড়ায়া দিলেও সরে না রে মন সরে না
এই যে ভীষন যন্ত্রনা
বেহায়ামনা শামশুল হকে
আশার মশাল জেলে বুকে
অন্ত্রে যন্ত্রে করে সাধনা রে মন মিলে না
মনচোরা হালিম চান
নিদয়া নিঠুর পাষান
আখি জলে মন টলে না রে তার টলে না
এই যে ভীষন যন্ত্রনা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)