SHIRONAMHIN
ট্রেন | Train - Shironamhin | Lyrics
কিছুটা জেনে
কিছুটা না জেনে
আঁধার নামা পুরনো শহরে
প্লাটফর্ম ছুঁয়ে ক্লান্ত দেহে
আভিমানী পদচিহ্ন রাখে
আভিমানী এক ট্রেনে
করিডোর ধরে হেঁটে যায়
একা একা স্বপ্ন অচেনা
জানালার বুকে চোখ জুড়ে
সুদুরের আনন্দনগর
ধীরে ধীরে ভেসে যায় চোখে শেষ প্রিয় মুখ
তবু যদি থেমে যায় সব কল্পনা
ছুঁয়ে দেখা স্মৃতি আর ছুঁয়ে দেখা আঁধার
ভেবে নেয়া শহরের ফেলা আসা পথ
করিডোর ধরে হেঁটে যায়
একা একা স্বপ্ন অচেনা
জানালার বুকে চোখ জুড়ে
সুদুরের আনন্দনগর
Posted: Wednesday, February 13, 2019
কিছুটা না জেনে
আঁধার নামা পুরনো শহরে
প্লাটফর্ম ছুঁয়ে ক্লান্ত দেহে
আভিমানী পদচিহ্ন রাখে
আভিমানী এক ট্রেনে
করিডোর ধরে হেঁটে যায়
একা একা স্বপ্ন অচেনা
জানালার বুকে চোখ জুড়ে
সুদুরের আনন্দনগর
ধীরে ধীরে ভেসে যায় চোখে শেষ প্রিয় মুখ
তবু যদি থেমে যায় সব কল্পনা
ছুঁয়ে দেখা স্মৃতি আর ছুঁয়ে দেখা আঁধার
ভেবে নেয়া শহরের ফেলা আসা পথ
করিডোর ধরে হেঁটে যায়
একা একা স্বপ্ন অচেনা
জানালার বুকে চোখ জুড়ে
সুদুরের আনন্দনগর
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)