Manna Dey

সবাই তো সুখী হতে চায় | Shobai To Shukhi Hote Chay - Manna Dey | Lyrics

সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয়না
জানিনা বলে যা লোকে সত্যি কিনা
কপালে সবার নাকি সুখ সয় না
সবাই তো সুখী হতে চায়

আশায় আশায় তবু এই আমি থাকি
যদি আসে কোনোদিন সেই সুখ পাখি
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না
সবাই তো সুখী হতে চায়

ভালোবেসে সুখী হতে বলো কে না চায়
রাধা সুখী হয়েছিল সেই শ্যাম রায়
আমিও রাধার মতো ভালোবেসে যাবো
হয় কিছু পাবো নয় সবই হারাবো
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না

সবাই তো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয়না
জানিনা বলে যা লোকে সত্যি কিনা
কপালে সবার নাকি সুখ সয় না
সবাই তো সুখী হতে চায়

Posted: Friday, February 15, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)