Hemanta Mukherjee
তুমি এলে অনেক দিনের পরে | Tumi Ele Onekdiner Pore - Hemanta Mukhopadhyay | Lyrics
তুমি এলে অনেক দিনের
পরে যেন বৃষ্টি এলো
তুমি এলে অনেক কথা
এলোমেলো মনে হলো
মনে আছে অনেক আগে
প্রশ্ন করেছিলে
তুমি আপনি এসে নিজে
ওগো তারই জবাব দিলে
এলো রাতের শেষে চুপিসারে
যেন দিনের আলো
তুমি এলে অনেক দিনের
পরে যেন বৃষ্টি এলো
দিন যে আমার
আজকে হলো দিন
একটু বসো কাছে আমার
অনেক কথা আছে
তোমার সময় থেকে
কিছু সময় আমায় দিয়ো ঋণ
হঠাৎ কখন আমার
আঁধার রাত্রি হয়ে গেছে
আমি বুঝতে পারিনি যে
আমি বলতে জানিনা যে
আমার অনেক কাজের মাঝে
যেন হঠাৎ ছুটি হলো
Posted: Thursday, February 28, 2019
পরে যেন বৃষ্টি এলো
তুমি এলে অনেক কথা
এলোমেলো মনে হলো
মনে আছে অনেক আগে
প্রশ্ন করেছিলে
তুমি আপনি এসে নিজে
ওগো তারই জবাব দিলে
এলো রাতের শেষে চুপিসারে
যেন দিনের আলো
তুমি এলে অনেক দিনের
পরে যেন বৃষ্টি এলো
দিন যে আমার
আজকে হলো দিন
একটু বসো কাছে আমার
অনেক কথা আছে
তোমার সময় থেকে
কিছু সময় আমায় দিয়ো ঋণ
হঠাৎ কখন আমার
আঁধার রাত্রি হয়ে গেছে
আমি বুঝতে পারিনি যে
আমি বলতে জানিনা যে
আমার অনেক কাজের মাঝে
যেন হঠাৎ ছুটি হলো
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)