Mixed Mp3 Songs
তুমি বৃষ্টি হয়ে | Tumi Brishti Hoye - Rupankar Bagchi | Lyrics
তুমি বৃষ্টি হয়ে এলে
আজি শিউলি ফোঁটার দিনে
আজি শিউলি ফোঁটার দিনে
ওই রিমঝিমেরই ধারা
রঙিন করে দিলে
রঙিন করে দিলে
তোমার বারিশ মাখা হাসি
আমার কপাল ছুঁয়ে যায়
তোমার পাগল মাতাল ঢেউ
আমার ভিজিয়ে দিলো চুল
আমার ভিজিয়ে দিলো চুল
আমাকে অবাক করে
ভেজাও মন তুমি ছুঁলে
ভেজাও মন তুমি ছুঁলে
তুমি বৃষ্টি হয়ে এলে
আজি শিউলি ফোঁটার দিনে
আজি শিউলি ফোঁটার দিনে
ওই রিমঝিমেরই ধারা
রঙিন করে দিলে
আমার দারুন বাদল প্রাণ
তোমার তুফান তোলায় ছুঁটে
তুমি নাচো আমায় ঘিরে
তোমার আকাশ ঝড়া সুরে
সে সুর তোমার আমার
দিগন্ত দিলো খুলে
যখন হারিয়ে গেছি আমি
তোমার আলতো আঙ্গুল
আমার বৃষ্টি ভেজা ঘুমে
তুমি অঝোর হয়ে আবার
জাগাও নতুন গানে
রঙিন করে দিলে
আমার দারুন বাদল প্রাণ
তোমার তুফান তোলায় ছুঁটে
তুমি নাচো আমায় ঘিরে
তোমার আকাশ ঝড়া সুরে
সে সুর তোমার আমার
দিগন্ত দিলো খুলে
তুমি বৃষ্টি হয়ে এলে
আজি শিউলি ফোঁটার দিনে
আজি শিউলি ফোঁটার দিনে
ওই রিমঝিমেরই ধারা
রঙিন করে দিলে
কাল দু এক ফোঁটায় এসোরঙিন করে দিলে
যখন হারিয়ে গেছি আমি
তোমার আলতো আঙ্গুল
আমার বৃষ্টি ভেজা ঘুমে
তুমি অঝোর হয়ে আবার
জাগাও নতুন গানে
তুমি বৃষ্টি হয়ে এলে
আজি শিউলি ফোঁটার দিনে
আজি শিউলি ফোঁটার দিনে
ওই রিমঝিমেরই ধারা
রঙিন করে দিলে
রঙিন করে দিলে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)