Mixed Mp3 Songs
আজ নামবে বৃষ্টি | Aj Nambe Brishti - Polash | Lyrics
আজ নামবে বৃষ্টি
আজ নামবে বৃষ্টি ভিজে যাবে দৃষ্টি
বসে ভাবি স্মৃতি গুল হৃদয়ে অনাসৃষ্টি
আজ নামবে বৃষ্টি ভিজে যাবে দৃষ্টি
বসে ভাবি স্মৃতি গুল হৃদয়ে অনাসৃষ্টি
আগেতো বুঝিনি
বুঝিনা কি ভুল ছিল এই হৃদয় মাঝে
ভাবলে নাকি হবে আজ তুমি হীনা বেঁচে
স্বপনে আজ ব্যাথার ছায়া জানলেনা তুমি
স্বপনে আজ ব্যাথার ছায়া জানলেনা তুমি
আজ নামবে বৃষ্টি ভিজে যাবে দৃষ্টি
বসে ভাবি স্মৃতি গুল হৃদয়ে অনাসৃষ্টি
আগেতো বুঝিনি
পারিনা কিছুতে এই মনকে বোঝাতে
বদলে যে গেছো হাত কোন সুখের ভিড়ে
নয়নে আজ বিস্বাদই ছোঁয়া দেখলে না তুমি
নয়নে আজ বিস্বাদই ছোঁয়া দেখলে না তুমি
আজ নামবে বৃষ্টি ভিজে যাবে দৃষ্টি
বসে ভাবি স্মৃতি গুল হৃদয়ে অনাসৃষ্টি
আগেতো বুঝিনি
আজ নামবে বৃষ্টি ভিজে যাবে দৃষ্টি
বসে ভাবি স্মৃতি গুল হৃদয়ে অনাসৃষ্টি
আজ নামবে বৃষ্টি ভিজে যাবে দৃষ্টি
বসে ভাবি স্মৃতি গুল হৃদয়ে অনাসৃষ্টি
আগেতো বুঝিনি
বুঝিনা কি ভুল ছিল এই হৃদয় মাঝে
ভাবলে নাকি হবে আজ তুমি হীনা বেঁচে
স্বপনে আজ ব্যাথার ছায়া জানলেনা তুমি
স্বপনে আজ ব্যাথার ছায়া জানলেনা তুমি
আজ নামবে বৃষ্টি ভিজে যাবে দৃষ্টি
বসে ভাবি স্মৃতি গুল হৃদয়ে অনাসৃষ্টি
আগেতো বুঝিনি
পারিনা কিছুতে এই মনকে বোঝাতে
বদলে যে গেছো হাত কোন সুখের ভিড়ে
নয়নে আজ বিস্বাদই ছোঁয়া দেখলে না তুমি
নয়নে আজ বিস্বাদই ছোঁয়া দেখলে না তুমি
আজ নামবে বৃষ্টি ভিজে যাবে দৃষ্টি
বসে ভাবি স্মৃতি গুল হৃদয়ে অনাসৃষ্টি
আগেতো বুঝিনি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)