ARBOVIRUS

কেউ কারো নয় | Keu Karo Noy - Arbovirus | Lyrics

কে যেন বলেছিলো
মানুষ মানুষের তরে
আমি তো সত্য ভেবে দেখি, দেখি

কেউ কারো নয়, কেউ বন্ধু নয়
আসতে পারো যদি একা
চলতে কিসের ভয়?

নেমে দেখো কাঁদায়
কে এসে পাশে দাঁড়ায়, সহমর্মিতায়
কেউ কারো নয় কেউ বন্ধু নয়
আসতে পারো যদি একা
চলতে কিসের ভয়?

কেউ কারো নয়, কেউ বন্ধু নয়
আসতে পারো যদি একা
চলতে কিসের ভয়?

Posted: Thursday, March 7, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)