ARTCELL
সংশয় | Shongshoy - Artcell [New Album Song] | Lyrics
সংশয় অবধারিত, অস্থির মনোজগৎ
যা কিছু সংবেদনশীল অবসন্ন চেতনায়
বেহিসেবী শঙ্কার অবিরাম অনুধাবন
মানসিক দ্বন্দ্বের অস্থির অনুনয়
কড়া নেড়ে, মিলিয়ে যায়
নীলাভ অসাড়তায়
আমি এখন জেগে উঠি
ভরসাহীন অসহায়
আমার দুর্বলতা, অন্ধকার উপাসনালয়
আমার সংশয়, আমার প্রার্থনায়
যা কিছু সংবেদনশীল অবসন্ন চেতনায়
বেহিসেবী শঙ্কার অবিরাম অনুধাবন
মানসিক দ্বন্দ্বের অস্থির অনুনয়
কড়া নেড়ে, মিলিয়ে যায়
নীলাভ অসাড়তায়
আমি এখন জেগে উঠি
ভরসাহীন অসহায়
আমার দুর্বলতা, অন্ধকার উপাসনালয়
আমার সংশয়, আমার প্রার্থনায়
আমার এ বিধান, তোমার অনন্যতায়
অবিশ্বাস আমার বিশ্বস্ততায়
অনুগ্রহ আমি চাইনি আমার পরাজয়হীন বেশে
আমি কোন যন্ত্রণা লাঘবের যন্ত্রণা
হতে চাইনি অবশেষে
তোমার আমার মাঝে অতৃতীয় উপস্থিতি
ছারখার বাস্তবতা জীর্ণ অমলিন
ত্রিমাত্রিক অতীত মাতৃকতায়
শব্দের নিঃশব্দতায় আবেদন অশরীর
আমি খুঁজি ঈশ্বরের সেই ছায়া
যে ছায়ায় জন্ম আমার
আমি তোমার মাঝেই খুঁজি তাকে
অবনত নতজানুতায়
খুঁজি তাকে, তোমারি মাঝে
অবনত নতজানুতায়
খুঁজি তাকে
আমার জয় তোমার পরাজয় নয়
আমি বাস্তব শুধু তোমার চেতনায়
তোমার হেরে যাওয়া আমার জয় নয়
সংশয় পরাবাস্তবতায়
Posted: Saturday, March 9, 2019
অনুগ্রহ আমি চাইনি আমার পরাজয়হীন বেশে
আমি কোন যন্ত্রণা লাঘবের যন্ত্রণা
হতে চাইনি অবশেষে
তোমার আমার মাঝে অতৃতীয় উপস্থিতি
ছারখার বাস্তবতা জীর্ণ অমলিন
ত্রিমাত্রিক অতীত মাতৃকতায়
শব্দের নিঃশব্দতায় আবেদন অশরীর
আমি খুঁজি ঈশ্বরের সেই ছায়া
যে ছায়ায় জন্ম আমার
আমি তোমার মাঝেই খুঁজি তাকে
অবনত নতজানুতায়
খুঁজি তাকে, তোমারি মাঝে
অবনত নতজানুতায়
খুঁজি তাকে
আমার জয় তোমার পরাজয় নয়
আমি বাস্তব শুধু তোমার চেতনায়
তোমার হেরে যাওয়া আমার জয় নয়
সংশয় পরাবাস্তবতায়
Post By: FarhaN Fahidur Rahim
4 মন্তব্য(গুলি)
seraaaaaaaaaaaaaaaaaaaa
ReplyDeleteLyric taaa sheeeeei .. #tnks rupok vaai !!
ReplyDeleteRupok vai to kobei mara gesen...Artcell er gan er lyrics ekhon Lincoln e lekhe
Deleteরোম্মান ভাই এর লেখা রুপক এর চাইতে কোন অংশে কম না 💜💜
ReplyDeleteLove you Artcell ❤❤