Kolkata Movie Song
আর কত রাত একা থাকবো | Aar Koto Raat Eka Thakbo - Chokher Aloye Movie | Lyrics
#Song: Ar Koto Raat Eka Thakbo
#Singer: Asha Bhosle
#Movie: Chokher Aloye (1989)
#Lyrics -
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
চোখ মেলে দেখবো না তোমাকে
স্বপ্নের রঙ্গে ছবি আঁকবো ও ও ও
চোখ মেলে দেখবো না তোমাকে
স্বপ্নের রঙ্গে ছবি আঁকবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
ফুলের গন্ধ ভরা বাতাস এসে
আমাকে পাগল করে বইবে
মুখ বুঝে মন কত সইবে
ফুলের গন্ধ ভরা বাতাস এসে
আমাকে পাগল করে বইবে
মুখ বুঝে মন কত সইবে
এমন লগ্ন পেয়ে কি করে বলো
নিজেকে সরিয়ে আমি রাখবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
মিলন ছন্দ ঝরা সোহাগ নিয়ে
সেতারটা আর কত বাজবে
শুধু শুধু মন কত সাঁজবে..
মিলন ছন্দ ঝরা সোহাগ নিয়ে
সেতারটা আর কত বাজবে
শুধু শুধু মন কত সাঁজবে
এ মালা গাঁথার এই লজ্জ্বা আমি
কি করে আঁচল দিয়ে ঢাকবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
চোখ মেলে দেখবো না তোমাকে
স্বপ্নের রঙে ছবি আঁকবো
চোখ মেলে দেখবো না তোমাকে
স্বপ্নের রঙে ছবি আঁকবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
Posted: Monday, July 8, 2019
#Singer: Asha Bhosle
#Movie: Chokher Aloye (1989)
#Lyrics -
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
চোখ মেলে দেখবো না তোমাকে
স্বপ্নের রঙ্গে ছবি আঁকবো ও ও ও
চোখ মেলে দেখবো না তোমাকে
স্বপ্নের রঙ্গে ছবি আঁকবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
ফুলের গন্ধ ভরা বাতাস এসে
আমাকে পাগল করে বইবে
মুখ বুঝে মন কত সইবে
ফুলের গন্ধ ভরা বাতাস এসে
আমাকে পাগল করে বইবে
মুখ বুঝে মন কত সইবে
এমন লগ্ন পেয়ে কি করে বলো
নিজেকে সরিয়ে আমি রাখবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
মিলন ছন্দ ঝরা সোহাগ নিয়ে
সেতারটা আর কত বাজবে
শুধু শুধু মন কত সাঁজবে..
মিলন ছন্দ ঝরা সোহাগ নিয়ে
সেতারটা আর কত বাজবে
শুধু শুধু মন কত সাঁজবে
এ মালা গাঁথার এই লজ্জ্বা আমি
কি করে আঁচল দিয়ে ঢাকবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
চোখ মেলে দেখবো না তোমাকে
স্বপ্নের রঙে ছবি আঁকবো
চোখ মেলে দেখবো না তোমাকে
স্বপ্নের রঙে ছবি আঁকবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)