ARK | Hasan
চলে যাও বন্ধু | Chole Jao Bondhu - Hasan | Lyrics
#Song: Chole Jao Bondhu
#Artist: Hasan
#Album: Ekhono Du Chokhe Bonna
#Lyrics -
চলে যাও বন্ধু তুমি চলে যাও
হৃদয়ের বাঁধন ভেঙ্গে দিয়ে
ভেবোনা বাঁধা কোন দেবনা
থেকে যাও নিজেকে নিয়ে
দূরে রবো আমি
শুধু তোমার সুখ কামনায়
স্মৃতি নিয়ে এ মন
আজীবন ভালোবাসবে তোমায়
চলে যাও বন্ধু তুমি চলে যাও
হৃদয়ের বাঁধন ভেঙ্গে দিয়ে
ভেবোনা বাঁধা কোন দেবনা
থেকে যাও নিজেকে নিয়ে
এ জীবনে একবার
একজনকেই ভালোবাসা যায়
কাঁচসম একটি হৃদয়
ভেঙ্গে গেলে ভরে যায় অপূর্ণতায়
চলে যাও বন্ধু তুমি চলে যাও
হৃদয়ের বাঁধন ভেঙ্গে দিয়ে
ভেবোনা বাঁধা কোন দেবনা
থেকে যাও নিজেকে নিয়ে
Posted: Wednesday, July 10, 2019
#Artist: Hasan
#Album: Ekhono Du Chokhe Bonna
#Lyrics -
চলে যাও বন্ধু তুমি চলে যাও
হৃদয়ের বাঁধন ভেঙ্গে দিয়ে
ভেবোনা বাঁধা কোন দেবনা
থেকে যাও নিজেকে নিয়ে
দূরে রবো আমি
শুধু তোমার সুখ কামনায়
স্মৃতি নিয়ে এ মন
আজীবন ভালোবাসবে তোমায়
চলে যাও বন্ধু তুমি চলে যাও
হৃদয়ের বাঁধন ভেঙ্গে দিয়ে
ভেবোনা বাঁধা কোন দেবনা
থেকে যাও নিজেকে নিয়ে
এ জীবনে একবার
একজনকেই ভালোবাসা যায়
কাঁচসম একটি হৃদয়
ভেঙ্গে গেলে ভরে যায় অপূর্ণতায়
চলে যাও বন্ধু তুমি চলে যাও
হৃদয়ের বাঁধন ভেঙ্গে দিয়ে
ভেবোনা বাঁধা কোন দেবনা
থেকে যাও নিজেকে নিয়ে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)