Bangla Mixed Album
হৃদয়হীনা হৃদয়হীনা | Ridoyhina Ridoyhina - Biplob | Lyrics
#Song: Ridoyhina Ridoyhina
#Artist: Biplob
#Album: Ekhono Du Chokhe Bonna
#Lyrics -
হৃদয়হীনা হৃদয়হীনা
কিছু কি মনে পরে না
হৃদয়হীনা হৃদয়হীনা
কিছু কি মনে পরে না
মায়াময় এ রাতে ভেজা ভেজা জোছনায়
কিছু স্মৃতি আলাপন এখনো আমায় কাঁদায়
তুমি করেছো শুরু তুমি করেছো যে শেষ
আমার চোখের তারায় রয়ে গেছে তাইরে
তুমি জানো হৃদয়হীনা
কি ক্ষত মনে আর কেউ জানে না
তুমি জানো হৃদয়হীনা
কি ক্ষত মনে আর কেউ জানে না
ছিল স্বপ্নের রক্তিম
সুনীল আকাশ কাল হবে
যে থাকে নিজেকে নিয়ে
তাকে এই মন কি বুঝাবে
ছিল স্বপ্নের রক্তিম
সুনীল আকাশ কাল হবে
যে থাকে নিজেকে নিয়ে
তাকে এই মন কি বুঝাবে
তুমি জানো হৃদয়হীনা
কি ক্ষত মনে আর কেউ জানে না
তুমি জানো হৃদয়হীনা
কি ক্ষত মনে আর কেউ জানে না
হৃদয়ের সুখ কমতিতে
থেকে দিছো এমন আঘাত
ব্যাথা সইয়ে যাবে এই মন
দিবেনা কভু অভিশাপ
হৃদয়ের সুখ কমতিতে
থেকে দিছো এমন আঘাত
ব্যাথা সইয়ে যাবে এই মন
দিবেনা কভু অভিশাপ
তুমি জানো হৃদয়হীনা
কি ক্ষত মনে আর কেউ জানে না
তুমি জানো হৃদয়হীনা
কি ক্ষত মনে আর কেউ জানে না
মায়াময় এ রাতে ভেজা ভেজা জোছনায়
কিছু স্মৃতি আলাপন এখনো আমায় কাঁদায়
তুমি করেছো শুরু তুমি করেছো যে শেষ
আমার চোখের তারায় রয়ে গেছে তাইরে
তুমি জানো হৃদয়হীনা
কি ক্ষত মনে আর কেউ জানে না
তুমি জানো হৃদয়হীনা
কি ক্ষত মনে আর কেউ জানে না
Posted: Wednesday, July 10, 2019
#Artist: Biplob
#Album: Ekhono Du Chokhe Bonna
#Lyrics -
কিছু কি মনে পরে না
হৃদয়হীনা হৃদয়হীনা
কিছু কি মনে পরে না
মায়াময় এ রাতে ভেজা ভেজা জোছনায়
কিছু স্মৃতি আলাপন এখনো আমায় কাঁদায়
তুমি করেছো শুরু তুমি করেছো যে শেষ
আমার চোখের তারায় রয়ে গেছে তাইরে
তুমি জানো হৃদয়হীনা
কি ক্ষত মনে আর কেউ জানে না
তুমি জানো হৃদয়হীনা
কি ক্ষত মনে আর কেউ জানে না
ছিল স্বপ্নের রক্তিম
সুনীল আকাশ কাল হবে
যে থাকে নিজেকে নিয়ে
তাকে এই মন কি বুঝাবে
ছিল স্বপ্নের রক্তিম
সুনীল আকাশ কাল হবে
যে থাকে নিজেকে নিয়ে
তাকে এই মন কি বুঝাবে
তুমি জানো হৃদয়হীনা
কি ক্ষত মনে আর কেউ জানে না
তুমি জানো হৃদয়হীনা
কি ক্ষত মনে আর কেউ জানে না
হৃদয়ের সুখ কমতিতে
থেকে দিছো এমন আঘাত
ব্যাথা সইয়ে যাবে এই মন
দিবেনা কভু অভিশাপ
হৃদয়ের সুখ কমতিতে
থেকে দিছো এমন আঘাত
ব্যাথা সইয়ে যাবে এই মন
দিবেনা কভু অভিশাপ
তুমি জানো হৃদয়হীনা
কি ক্ষত মনে আর কেউ জানে না
তুমি জানো হৃদয়হীনা
কি ক্ষত মনে আর কেউ জানে না
মায়াময় এ রাতে ভেজা ভেজা জোছনায়
কিছু স্মৃতি আলাপন এখনো আমায় কাঁদায়
তুমি করেছো শুরু তুমি করেছো যে শেষ
আমার চোখের তারায় রয়ে গেছে তাইরে
তুমি জানো হৃদয়হীনা
কি ক্ষত মনে আর কেউ জানে না
তুমি জানো হৃদয়হীনা
কি ক্ষত মনে আর কেউ জানে না
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)