LRB | AB
শেষ দেখা | Sesh Dekha - Ayub Bachchu | Lyrics
#Song: Sesh Dekha
#Artist: Ayub Bacchu
#Album: Sesh Dekha (1997)
#Lyrics -
যে তুমি কথা রাখনি
কি লাভ এতদিন পর
এই আমার কাছে এসে
ভুল ভেঙ্গে অবশেষে
আমি তো আজ শুধু আমার
বুকে ব্যথার নিয়ে পাহাড়
আমার সমাধীর পর
আমি চাই না তোমার উপহার
নিষ্প্রাণ দেহের কাছে
তুমি রেখো না তোমার অধিকার
ছিঁড়ে গেছে গীটারের তার
বাজবে না সুর তাতে আর
বুঝেও কি বোঝনি
নতুন প্রণয় মিছিলে
তুমি সেদিন ভেসেছ
মনে আছে ভুলি নি
সে কথা আজ মনে করে
ব্যথা পেতে চাই না আর
আমি তো আজ শুধু আমার
বুকে ব্যথার নিয়ে পাহাড়
আমার সমাধীর পর
আমি চাই না তোমার উপহার
নিষ্প্রাণ দেহের কাছে
তুমি রেখো না তোমার অধিকার
জীবনের যোগ বিয়োগে
অনেক কিছুই হারিয়ে
কি পেয়েছি জানি না
মেলাতে হিসাব গিয়ে তার
ব্যর্থ হয়েছি বাড়ে বাড়
কিছুতে তা পাড়ি না
যে ক্ষতি হায় করে গেছো
ক্ষত বুকে রয়েছে তার
আমি তো আজ শুধু আমার
বুকে ব্যথার নিয়ে পাহাড়
আমার সমাধীর পর
আমি চাই না তোমার উপহার
নিষ্প্রাণ দেহের কাছে
তুমি রেখো না তোমার অধিকার
Posted: Wednesday, July 10, 2019
#Artist: Ayub Bacchu
#Album: Sesh Dekha (1997)
#Lyrics -
যে তুমি কথা রাখনি
কি লাভ এতদিন পর
এই আমার কাছে এসে
ভুল ভেঙ্গে অবশেষে
আমি তো আজ শুধু আমার
বুকে ব্যথার নিয়ে পাহাড়
আমার সমাধীর পর
আমি চাই না তোমার উপহার
নিষ্প্রাণ দেহের কাছে
তুমি রেখো না তোমার অধিকার
ছিঁড়ে গেছে গীটারের তার
বাজবে না সুর তাতে আর
বুঝেও কি বোঝনি
নতুন প্রণয় মিছিলে
তুমি সেদিন ভেসেছ
মনে আছে ভুলি নি
সে কথা আজ মনে করে
ব্যথা পেতে চাই না আর
আমি তো আজ শুধু আমার
বুকে ব্যথার নিয়ে পাহাড়
আমার সমাধীর পর
আমি চাই না তোমার উপহার
নিষ্প্রাণ দেহের কাছে
তুমি রেখো না তোমার অধিকার
জীবনের যোগ বিয়োগে
অনেক কিছুই হারিয়ে
কি পেয়েছি জানি না
মেলাতে হিসাব গিয়ে তার
ব্যর্থ হয়েছি বাড়ে বাড়
কিছুতে তা পাড়ি না
যে ক্ষতি হায় করে গেছো
ক্ষত বুকে রয়েছে তার
আমি তো আজ শুধু আমার
বুকে ব্যথার নিয়ে পাহাড়
আমার সমাধীর পর
আমি চাই না তোমার উপহার
নিষ্প্রাণ দেহের কাছে
তুমি রেখো না তোমার অধিকার
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)