Bangla Mixed Album
মনেরি কাছে | Moneri Kache - Tipu | Lyrics
#Song: Moneri Kache
#Artist: Tipu
#Composer: Prince Mahmud
#Album: Dag Thek Jay
#Lyrics -
মনেরি কাছে
বার বার একটা কথায়
জানতে ইচ্ছে করে
মনেরি কাছে
বার বার একটা কথায়
জানতে ইচ্ছে করে
কেনো এত জমানো ব্যাথা
কি করে তুমি ধরে রাখো
কেনো এত জমানো ব্যাথা
কি করে তুমি ধরে রাখো
বিরহ আগুন বুকে চেপে রেখে তাই
প্রতিদান না পেয়েও ভালোবেসে যাই
এভাবে কি বেঁচে থাকা কভু যায়
বিরহ আগুন বুকে চেপে রেখে তাই
প্রতিদান না পেয়েও ভালোবেসে যায়
এভাবে কি বেঁচে থাকা কভু যায়
মনেরি কাছে
বার বার একটা কথায়
জানতে ইচ্ছে করে
মনকে সুধায় তুমি পাথর কি না
আঘাতে চূর্ণ তবু ভেঙ্গে পরো না
শুন্য জীবন তবু বাঁচো কি আশায়
মনকে সুধায় তুমি পাঁথর কি না
আঘাতে চূর্ণ তবু ভেঙ্গে পর না
শুন্য জীবন তবু বাঁচো কি আশায়
মনেরি কাছে
বার বার একটি কথায়
জানতে ইচ্ছে করে
মনেরি কাছে
বার বার একটি কথায়
জানতে ইচ্ছে করে
কেনো এত জমানো ব্যাথা
কি করে তুমি ধরে রাখো
কেনো এত জমানো ব্যাথা
কি করে তুমি ধরে রাখো
Posted: Wednesday, July 10, 2019
#Artist: Tipu
#Composer: Prince Mahmud
#Album: Dag Thek Jay
#Lyrics -
বার বার একটা কথায়
জানতে ইচ্ছে করে
মনেরি কাছে
বার বার একটা কথায়
জানতে ইচ্ছে করে
কেনো এত জমানো ব্যাথা
কি করে তুমি ধরে রাখো
কেনো এত জমানো ব্যাথা
কি করে তুমি ধরে রাখো
বিরহ আগুন বুকে চেপে রেখে তাই
প্রতিদান না পেয়েও ভালোবেসে যাই
এভাবে কি বেঁচে থাকা কভু যায়
বিরহ আগুন বুকে চেপে রেখে তাই
প্রতিদান না পেয়েও ভালোবেসে যায়
এভাবে কি বেঁচে থাকা কভু যায়
মনেরি কাছে
বার বার একটা কথায়
জানতে ইচ্ছে করে
মনকে সুধায় তুমি পাথর কি না
আঘাতে চূর্ণ তবু ভেঙ্গে পরো না
শুন্য জীবন তবু বাঁচো কি আশায়
মনকে সুধায় তুমি পাঁথর কি না
আঘাতে চূর্ণ তবু ভেঙ্গে পর না
শুন্য জীবন তবু বাঁচো কি আশায়
মনেরি কাছে
বার বার একটি কথায়
জানতে ইচ্ছে করে
মনেরি কাছে
বার বার একটি কথায়
জানতে ইচ্ছে করে
কেনো এত জমানো ব্যাথা
কি করে তুমি ধরে রাখো
কেনো এত জমানো ব্যাথা
কি করে তুমি ধরে রাখো
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)