Bangla Folk Song

বলবো না গো আর কোনদিন | Bolbo Na Go Ar Konodin - Baul Sukumar | Lyrics

#Song: Bolbo Na Go Ar Kono Din
#Artist: Baul Sukumar
#Lyrics -

বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে

বলে ছিলে গো ভালোবাসি গো
আজ কেনো গো এমন ও হলো
বলে ছিলে গো ভালোবাসি গো
আজ কেনো গো এমনও হলো
এমন ও হলো এমনও হলো

বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে

ভালোবাসা কভু নয় অপরাধ
তাই নিয়ে গো কেনো প্রতিবাদ
ভালোবাসা কভু নয় অপরাধ
তাই নিয়ে গো কেনো প্রতিবাদ
কেনো প্রতিবাদ কেনো প্রতিবাদ

বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে

ভালোবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গদে জ্বলে বার মাস
ভালোবাসাতে যে পেয়েছি আঘাত
সেই অনল গদে জ্বলে বার মাস
বাউলের অন্তরে বাউলের অন্তরে

বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে

Posted: Saturday, September 14, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)