HABIB

সোনাবন্ধে | Shonabondhey - Habib ft Kaya | Lyrics

#Song: Sona Bondhe 
#Artist: Kaya 
#Lyric & Tune: Baul Rokib Shah  
#Composition: Habib 
#Album: Maya 
#Lyrics - 

সোনাবন্ধে কি আগুন জ্বালাইল গো 
জ্বালাইয়া পুড়াইয়া আঙ্গারা বানাইলো 
বন পুড়িলে সবে দেখে চাইয়া 
মন পুড়িলে কেউ দেখেনা অন্তরে ডুবিয়া 

যার অন্তরে জ্বলে আগুন 
সে জানে কি হইলো 
জ্বালাইয়া পুড়াইয়া আঙ্গারা বানাইলো 
হায়রে জ্বালাইয়া পুড়াইয়া আঙ্গারা বানাইলো 
 
সোনাবন্ধে কি যাদু করিয়া 
জ্বালাইয়া পুড়াইয়া গো বন্ধে কইরাছে আঙ্গারা
সেই আগুনে পুড়ে কত সোনার সংসার তেজিলো 
জ্বালাইয়া পুড়াইয়া আঙ্গারা বানাইলো
হায়রে জ্বালাইয়া পুড়াইয়া আঙ্গারা বানাইলো

রকিব শাহ কয় বিনয় করিয়া 
ঝাপ দিয়ো না প্রেম আগুনে ভব নদের নাইয়া 
জীবন ভরা সুনাবন্ধে নয়ন জলে ভাসাইল 

সোনাবন্ধে কি আগুন জ্বালাইল গো 
জ্বালাইয়া পুড়াইয়া আঙ্গারা বানাইলো 
হায়রে জ্বালাইয়া পুড়াইয়া আঙ্গারা বানাইলো 

Posted: Saturday, September 14, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)