HABIB
মন মজাইয়া | Mon Mojaiya - Habib ft Helal | Lyrics
#Song: Mon Mojaiya
#Artist: Helal
#Lyric & Tune: Shah Abdul Karim
#Composition: Habib
#Album: Maya
#Lyrics -
ও মুর্শিদ ও
আমার মন মজাইয়া রে
দিন মজাইয়া মুর্শিদ, নিজের দেশে যাও
আমার মন মজাইয়া রে
দিন মজাইয়া মুর্শিদ, নিজের দেশে যাও
ও মুর্শিদ ও
একে আমার ভাঙা ঘর, তার উপরে লরে চর
কখন জানি এই ঘর ভাইঙ্গা পড়ে রে
আবের নেওয়ারি রে, কাঁচা বাশের বেড়া রে
আবের নেওয়ারি রে, কাঁচা বাশের বেড়া রে
বাজার লুটিয়া নিলো চুরায় রে
আবের নেওয়ারি রে, কাঁচা বাশের বেড়া রে
আবের নেওয়ারি রে, কাঁচা বাশের বেড়া রে
বাজার লুটিয়া নিলো চুরায় রে
আমার মন মজাইয়া রে
দিন মজাইয়া মুর্শিদ, নিজের দেশে যাও
ও মুর্শিদ ও
একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও
পলকে পলকে উঠে পানি রে
কইয়ো দয়ালের ঠাঁই, এই তরীর ভরসা নাই
কইয়ো দয়ালের ঠাঁই, এই তরীর ভরসা নাই
লাহর ধরিয়া দিতে পারে রে
আমার মন মজাইয়া রে
দিন মজাইয়া মুর্শিদ, নিজের দেশে যাও
আমার মন মজাইয়া রে
দিন মজাইয়া মুর্শিদ, নিজের দেশে যাও
আমার মন মজাইয়া রে
দিন মজাইয়া মুর্শিদ, নিজের দেশে যাও
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)