HABIB
অচিন দেশের | Ochin Desher - Habib ft Helal | Lyrics
#Song: Achin Desher
#Artist: Helal
#Lyric & Tune: Baul Kari Amir Uddin
#Composition: Habib
#Album: Maya
#Lyrics -
অচিন দেশের
মাঝি ভাই রে
তুমি কোন দেশে যাও বাইয়া
তুমি কোন দেশে যাও বাইয়া
তুমি কোন দেশে যাও বাইয়া
মাঝি কোন দেশে যাওয়া বাইয়া
অচিন দেশের মাঝি ভাই রে
তুমি কোন দেশে যাও বাইয়া
ও মাঝি কোন দেশে যাও বাইয়া
শুন মাঝি ভাই তোমায় জানাই
একটু ধীরে বাও
কইয়ো খবর বাবার কাছে
ও তার যদি পাও
কইয়ো নাইওর নেবার মানুষ পাঠাও
পানসি নাও সাজাইয়া
তুমি কোন দেশে যাও বাইয়া
অচিন দেশের মাঝি ভাই রে
তুমি কোন দেশে যাও বাইয়া
তুমি কোন দেশে যাও বাইয়া
বাবা যদি হয়না রাজি
নিবেনা নাইওর
বিনয় করে কইওরে মাঝি
আমার আরেকটি খবর
কইয়ো এই আষাঢ়ের স্রোতে লহর
যাবেরে উজাইয়া
কইয়ো এই আষাঢ়ের স্রোতে লহর
যাবেরে উজাইয়া
মাঝি কোন দেশে যাও বাইয়া
অচিন দেশের মাঝি ভাই রে
তুমি কোন দেশে যাও বাইয়া
তুমি কোন দেশে যাও বাইয়া
যে দেশেতে আমীর উদ্দীনের
সুখেরই নিঃশ্বাস
সেই দেশেতে দিবেরে বাবা
আগে করিনি বিশ্বাস
কইয়ো আমারে দিয়ে পরবাস
থাকো সুখী হইয়া
কইয়ো আমারে দিয়ে পরবাস
থাকো সুখী হইয়া
ও মাঝি কোন দেশে যাও বাইয়া
অচিন দেশের মাঝি ভাই রে
তুমি কোন দেশে যাও বাইয়া
তুমি কোন দেশে যাও বাইয়া
ও মাঝি কোন দেশে যাও বাইয়া
Posted: Saturday, September 14, 2019
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)