HABIB
দিন গেলে দিন | Din Gele Din - Habib ft Kaya | Lyrics
#Song: Din Gelo Din
#Artist: Kaya
#Artist: Kaya
#Lyric & Tune : Jalal Kha
#Composer: Habib
#Album: Krishno - Habib ft Kaya
#Lyrics -
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন
দিন গেলে দিন আর পাবেনা দিন গেলে দিন
দিন গেলে দিন আর পাবেনা ভাটায় যদি লয় যৌবন
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন
পিরিতের নাই পাঞ্জে পুঁথি নাইরে তাহার ভেদবিধান
সময় মতে প্রবেশ পথে আপনা হতে মারে টান
যার যেভাবে মন মিশাবে যার যেভাবে
যার যেভাবে মন মিশাবে সেই ভাবেই তার যায় ভজন
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন
সংসার সাগর মাঝে নাও বেয়ে যায় সাত জনা
এপার ছেড়ে ওপার থেকে কেউ নাহি আর কারে পায়
ঘূর্ণিপাকে লাখে লাখে ঘূর্ণিপাকে
ঘূর্ণিপাকে লাখে লাখে ঘূর্ণিপাকে ডুবে হেতায় হয় মরন
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন
আসমানে জমিনে পিরিত অনন্ত কাল ধরিয়া
সময় হলে রোদ বাদলে রাখে শান্ত করিয়া
তা না হলে ফুলে ফলে তা না হলে
তা না হলে ফুলে ফলে শোভিত না ত্রিভুবন
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন
Posted: Friday, September 13, 2019
#Composer: Habib
#Album: Krishno - Habib ft Kaya
#Lyrics -
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন
দিন গেলে দিন আর পাবেনা দিন গেলে দিন
দিন গেলে দিন আর পাবেনা ভাটায় যদি লয় যৌবন
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন
পিরিতের নাই পাঞ্জে পুঁথি নাইরে তাহার ভেদবিধান
সময় মতে প্রবেশ পথে আপনা হতে মারে টান
যার যেভাবে মন মিশাবে যার যেভাবে
যার যেভাবে মন মিশাবে সেই ভাবেই তার যায় ভজন
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন
সংসার সাগর মাঝে নাও বেয়ে যায় সাত জনা
এপার ছেড়ে ওপার থেকে কেউ নাহি আর কারে পায়
ঘূর্ণিপাকে লাখে লাখে ঘূর্ণিপাকে
ঘূর্ণিপাকে লাখে লাখে ঘূর্ণিপাকে ডুবে হেতায় হয় মরন
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন
আসমানে জমিনে পিরিত অনন্ত কাল ধরিয়া
সময় হলে রোদ বাদলে রাখে শান্ত করিয়া
তা না হলে ফুলে ফলে তা না হলে
তা না হলে ফুলে ফলে শোভিত না ত্রিভুবন
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন
থাকতে ক্ষুধা প্রেমসুধা পান কররে পাগল মন
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)