HABIB
কানাই | Kanai - Habib ft Kaya | Hason Raja | Lyrics
#Song: Kanai
#Artist: Kaya
#Lyric & Tune: Hason Raja
#Composition: Habib
#Album: Maya
#Lyrics -
কানাই তুমি খেইর খেলাও কেনে
রঙের রঙিলা কানাই
রঙের রঙিলা কানাই
কানাই তুমি খেইর খেলাও কেনে
এই কথাটা হাছন রাজা
এই কথাটা হাছন রাজার উঠে মনে মনে
রঙের রঙিলা কানাই
কানাই তুমি খেইর খেলাও কেনে
কানাই তুমি খেইর খেলাও কেনে
রঙের রঙিলা কানাই
রঙের রঙিলা কানাই
কানাই তুমি খেইর খেলাও কেনে
স্বর্গপুরী ছাইড়া কানাই আইলা এই ভুবনে
হাছন রাজায় জিজ্ঞেস করে
হাছন রাজায় জিজ্ঞেস করে
হাছন রাজায় জিজ্ঞেস করে আইলায় কি কারণে
রঙের রঙিলা কানাই
কানাই তুমি খেইর খেলাও কেনে
কানাই তুমি খেইর খেলাও কেনে
রঙের রঙিলা কানাই
রঙের রঙিলা কানাই
কানাই তুমি খেইর খেলাও কেনে
কানাইয়ে যে করওইন
রঙ রাধিকা হইলো ঢঙ
উড়বে ঘুঘরার পতঙ্গ
খেলা হইবো ভঙ্গ
উড়বে ঘুঘরার পতঙ্গ
খেলা হইবো ভঙ্গ
রঙের রঙিলা কানাই
কানাই তুমি খেইর খেলাও কেনে
কানাই তুমি খেইর খেলাও কেনে
রঙের রঙিলা কানাই
রঙের রঙিলা কানাই
কানাই তুমি খেইর খেলাও কেনে
হাছন রাজায় জিজ্ঞেস করে
কানাই বা কোন জন
ভাবনা চিন্তা কইরা দেখে
কানাই যে হাছন
কানাই বা কোন জন
ভাবনা চিন্তা কইরা দেখে
কানাই যে হাছন
রঙের রঙিলা কানাই
কানাই তুমি খেইর খেলাও কেনে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)