HABIB

দয়া | Doya - Habib ft Kaya & Helal | Lyrics

#Song: Doya 
#Artist: Helal  
#Lyric & Tune: Ruhi Thakur 
#Composition: Habib 
#Album: Maya 
#Lyrics - 

ওহে দ্বীনবন্ধু, দয়া করো আমারে 
তুমি দয়াল আমি কাঙ্গাল 
তাই তো ডাকি করজোড়ে 
দয়া করো আমারে 
ওহে দ্বীনবন্ধু, দয়া করো আমারে 

দয়ার ভাণ্ডার তুমি, পতিত-পাবন 
বিদ্যে বুদ্ধিহীনা আমি অভাজন 
তব দয়া বলে নাও যদি কুলে 
থাকিব বিষয়-বাসনা ছেড়ে 

মায়ার জুড়ে বাঁধা আছি এই যে দুনিয়ায় 
কত পাপী উদ্ধার পাইল তব নামের মহিমায় 
আমার নাই কোন ধন কিসে পূজিব চরণ 
সয়ালের ও দয়াল তুমি নাম সংসারে 

অনাথের ও নাথ তুমি দয়ার সাগর 
তুমি বিনে এ ভুবনে কেহ নেই দোসর 
তুমি যার সাথী, হবে তার গতি 
প্রেমের মুরতি তুমি, দেখা দাও মোরে 

Posted: Friday, September 13, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)