HABIB
দয়া | Doya - Habib ft Kaya & Helal | Lyrics
#Song: Doya
#Artist: Helal
#Artist: Helal
#Lyric & Tune: Ruhi Thakur
#Composition: Habib
#Album: Maya
#Lyrics -
ওহে দ্বীনবন্ধু, দয়া করো আমারে
তুমি দয়াল আমি কাঙ্গাল
তাই তো ডাকি করজোড়ে
দয়া করো আমারে
ওহে দ্বীনবন্ধু, দয়া করো আমারে
তুমি দয়াল আমি কাঙ্গাল
তাই তো ডাকি করজোড়ে
দয়া করো আমারে
ওহে দ্বীনবন্ধু, দয়া করো আমারে
দয়ার ভাণ্ডার তুমি, পতিত-পাবন
বিদ্যে বুদ্ধিহীনা আমি অভাজন
তব দয়া বলে নাও যদি কুলে
থাকিব বিষয়-বাসনা ছেড়ে
মায়ার জুড়ে বাঁধা আছি এই যে দুনিয়ায়
কত পাপী উদ্ধার পাইল তব নামের মহিমায়
আমার নাই কোন ধন কিসে পূজিব চরণ
সয়ালের ও দয়াল তুমি নাম সংসারে
অনাথের ও নাথ তুমি দয়ার সাগর
তুমি বিনে এ ভুবনে কেহ নেই দোসর
তুমি যার সাথী, হবে তার গতি
প্রেমের মুরতি তুমি, দেখা দাও মোরে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)