ARK | Hasan

এসিড নামের হিরোসিমা | Acid Namer Hiroshima - Hasan | Lyrics

#Song: Acid Namer Hiroshima 
#Artist: Hasan 
#Composer: Prince Mahmud 
#Album: Taal 
#Lyrics - 

তুমি কি পারোনা পারোনা পারোনা ওর কথা মেনে নিতে 
সেও তো তোমার মতো মানুষ তারও কিছু বলার আছে 
তারও অধিকার আছে তোমায় ফিরিয়ে দিতে 
কেনো তবে তাকে তোমার মতামত হবে মেনে নিতে 

কেনো তবে তাকে 
এসিড নামের হিরোসিমায় ফেলে দিলে 
মানুষ নামের অমানুষ হয়ে 
আদিম যুগে যাও চলে 

হয়তো ছিলো স্বপ্ন তার ফুলে ভরা 
হতে পারতো সেও গর্ভ এই ধরায় 
তোমার বন্ধুকে তুমি বলনা 
কোন হিংসা মন্দ লালনা 
এক্সাউসাস 

কেনো তবে তাকে 
এসিড নামের হিরোসিমায় ফেলে দিলে 
মানুষ নামের অমানুষ হয়ে 
আদিম যুগে যাও চলে 

দাড়াবে যারা এসিড দগ্ধদের পাশে 
সেমিনারে সিমাবদ্ধ করোনা ওদের 
নির্যাতিতা বোন বলছি শোন ভালোবাসা হারিয়ে যায়নি যেনো 
ভালোবাসা হারিয়ে যায়নি যেনো পৃথিবী থেকে এখনো 

কেনো তবে তাকে 
এসিড নামের হিরোসিমায় ফেলে দিলে 
মানুষ নামের অমানুষ হয়ে 
আদিম যুগে যাও চলে 

তুমি কি পারোনা পারোনা পারোনা ওর কথা মেনে নিতে 
সেওতো তোমার মতো মানুষ তারও কিছু বলার আছে 
তারও অধিকার আছে তোমায় ফিরিয়ে দিতে 
কেনো তাকে তোমার মতামত হবে মেনে নিতে 

কেনো তবে তাকে 
এসিড নামের হিরোসিমায় ফেলে দিলে 
মানুষ নামের অমানুষ হয়ে 
আদিম যুগে যাও চলে 

Posted: Sunday, June 13, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)