ARK | Hasan
এসিড নামের হিরোসিমা | Acid Namer Hiroshima - Hasan | Lyrics
#Song: Acid Namer Hiroshima
#Artist: Hasan
#Composer: Prince Mahmud
#Album: Taal
#Lyrics -
তুমি কি পারোনা পারোনা পারোনা ওর কথা মেনে নিতে
সেও তো তোমার মতো মানুষ তারও কিছু বলার আছে
তারও অধিকার আছে তোমায় ফিরিয়ে দিতে
কেনো তবে তাকে তোমার মতামত হবে মেনে নিতে
কেনো তবে তাকে
এসিড নামের হিরোসিমায় ফেলে দিলে
মানুষ নামের অমানুষ হয়ে
আদিম যুগে যাও চলে
হয়তো ছিলো স্বপ্ন তার ফুলে ভরা
হতে পারতো সেও গর্ভ এই ধরায়
তোমার বন্ধুকে তুমি বলনা
কোন হিংসা মন্দ লালনা
এক্সাউসাস
কেনো তবে তাকে
এসিড নামের হিরোসিমায় ফেলে দিলে
মানুষ নামের অমানুষ হয়ে
আদিম যুগে যাও চলে
দাড়াবে যারা এসিড দগ্ধদের পাশে
সেমিনারে সিমাবদ্ধ করোনা ওদের
নির্যাতিতা বোন বলছি শোন ভালোবাসা হারিয়ে যায়নি যেনো
ভালোবাসা হারিয়ে যায়নি যেনো পৃথিবী থেকে এখনো
কেনো তবে তাকে
এসিড নামের হিরোসিমায় ফেলে দিলে
মানুষ নামের অমানুষ হয়ে
আদিম যুগে যাও চলে
তুমি কি পারোনা পারোনা পারোনা ওর কথা মেনে নিতে
সেওতো তোমার মতো মানুষ তারও কিছু বলার আছে
তারও অধিকার আছে তোমায় ফিরিয়ে দিতে
কেনো তাকে তোমার মতামত হবে মেনে নিতে
কেনো তবে তাকে
এসিড নামের হিরোসিমায় ফেলে দিলে
মানুষ নামের অমানুষ হয়ে
আদিম যুগে যাও চলে
Posted: Sunday, June 13, 2021
সেও তো তোমার মতো মানুষ তারও কিছু বলার আছে
তারও অধিকার আছে তোমায় ফিরিয়ে দিতে
কেনো তবে তাকে তোমার মতামত হবে মেনে নিতে
কেনো তবে তাকে
এসিড নামের হিরোসিমায় ফেলে দিলে
মানুষ নামের অমানুষ হয়ে
আদিম যুগে যাও চলে
হয়তো ছিলো স্বপ্ন তার ফুলে ভরা
হতে পারতো সেও গর্ভ এই ধরায়
তোমার বন্ধুকে তুমি বলনা
কোন হিংসা মন্দ লালনা
এক্সাউসাস
কেনো তবে তাকে
এসিড নামের হিরোসিমায় ফেলে দিলে
মানুষ নামের অমানুষ হয়ে
আদিম যুগে যাও চলে
দাড়াবে যারা এসিড দগ্ধদের পাশে
সেমিনারে সিমাবদ্ধ করোনা ওদের
নির্যাতিতা বোন বলছি শোন ভালোবাসা হারিয়ে যায়নি যেনো
ভালোবাসা হারিয়ে যায়নি যেনো পৃথিবী থেকে এখনো
কেনো তবে তাকে
এসিড নামের হিরোসিমায় ফেলে দিলে
মানুষ নামের অমানুষ হয়ে
আদিম যুগে যাও চলে
তুমি কি পারোনা পারোনা পারোনা ওর কথা মেনে নিতে
সেওতো তোমার মতো মানুষ তারও কিছু বলার আছে
তারও অধিকার আছে তোমায় ফিরিয়ে দিতে
কেনো তাকে তোমার মতামত হবে মেনে নিতে
কেনো তবে তাকে
এসিড নামের হিরোসিমায় ফেলে দিলে
মানুষ নামের অমানুষ হয়ে
আদিম যুগে যাও চলে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)