Tausif

সময় যেন আর কাটেনা | Shomoy Jeno Katena - Tausif | Lyrics

#Song: Shomoy Jeno Ar Katena 
#Artist: Tausif 
#Album: Onnesion 
#Lyrics - 

চাঁদটা কেন আজ মেঘে ঢাকা 
বয়ে চলা সময় থেমে একা 
সময় যেন আর কাটেনা 
ভালোবাসা তুমি নেই বলে 
সময় যেন আর কাটেনা 

হটাত করেই নিজের 
ছায়ায় তোমাকে খুঁজি 
এক ছায়ায় কত লুকোচুরি 
মনে আছে কি 
নোনা জল রাখা এই স্মৃতির আচলে 
কুয়াশায় ঢাকা আমি ভেজা চাদরে 
ভালো লাগেনা, ভালো লাগেনা 

চাঁদটা কেন আজ মেঘে ঢাকা 
বয়ে চলা সময় থেমে একা 

বহতা স্মৃতি থমকে গিয়ে নিঝুম আবেগে 
চোখ বুজলেই মন ছেয়ে যায় অবুঝ চাওয়াতে 
নোনা জল রাখা এই স্মৃতির আচলে 
কুয়াশায় ঢাকা আমি ভেজা চাদরে 
ভালো লাগেনা, ভালো লাগেনা 

চাঁদটা কেন আজ মেঘে ঢাকা 
বয়ে চলা সময় থেমে একা 
সময় যেন আর কাটেনা 
ভালোবাসা তুমি নেই বলে 
সময় যেন আর কাটেনা 

Posted: Sunday, June 13, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)